1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে

২৩ আগস্ট ২০১০

মোবাইল ফোন কোম্পানিগুলোর জন্য এখন লোভনীয় বাজার হয়ে উঠেছে বাংলাদেশ৷ দিনদিন মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে৷ হাজারে নয়, লাখে৷

https://p.dw.com/p/OtjR
Bangladeshi housewife Amina Rahman
মোবাইল ফোন পৌঁছে গেছে গ্রাম্যবধুর হাতেওছবি: AP

সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির মতে বাংলাদেশে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে৷ আরও নিখুঁতভাবে বলতে গেলে এই সংখ্যা ছয় কোটি ১৮ লাখ চার হাজার৷ রোববার বিটিআরসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়৷ কেবল এই বছরের প্রথম সাত মাসে মোবাইল সংযোগ নিয়েছেন ৯৪ লাখেরও বেশি মানুষ! জানা গেছে, এই বছরের জানুয়ারি মাসে ১৪ লাখ, ফেব্রুয়ারিতে চার লাখ ৯০ হাজার, মার্চে তিন লাখ ৮০ হাজার, এপ্রিলে ১৬ লাখ ৬০ হাজার, মে মাসে ২০ লাখ, জুন মাসে ১৬ লাখ এবং জুলাইতে ১৮ লাখ ৬৫ হাজার নতুন মোবাইল সংযোগ বিক্রি হয়েছে৷

SonyEriccson Handy P990i
বাংলাদেশের বাজারে পৌঁছে গেছে অত্যাধুনিক মোবাইল ফোনছবি: SonyEricsson

বাংলাদেশে বর্তমানে মোট ছয়টি মোবাইল ফোন কোম্পানি গ্রাহক পরিষেবা দিচ্ছে৷ এরা হচ্ছে গ্রামীন ফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, টেলিটক এবং ওয়ারিদ৷ এর মধ্যে একমাত্র টেলিটক হচ্ছে সরকারি৷ বিটিআরসির দেওয়া তথ্য মতে জুলাই মাসের শেষে এসব কোম্পানির গ্রাহক সংখ্যা হলো, গ্রামীন ফোনের দুই কোটি ৭২ লাখ, বাংলালিংকের এক কোটি ৬৮ লাখ, রবির এক কোটি ১৩ লাখ, সিটিসেলের ১৯ লাখ, টেলিটকের ১১ লাখ এবং ওয়ারিদের ৩২ লাখ৷ বেসরকারি কোম্পানিগুলো গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের অবস্থা উল্টো৷ এই কোম্পানি দিন দিন গ্রাহকদের কাছে আস্থা হারাচ্ছে৷ জানা গেছে, কেবল জুন মাসেই টেলিটক এক লাখ ৩০ হাজার গ্রাহক হারিয়েছে৷

এদিকে মোবাইল সংযোগের ওপর সরকারি কর বাতিলের জন্য দীর্ঘদিন ধরেই দেন দরবার করে আসছে মোবাইল ফোন কোম্পানিগুলো৷ প্রতিটি সংযোগ বিক্রি বাবদ কোম্পানিগুলোকে ১২ ডলার করে কর দিতে হয়৷ মোবাইল কোম্পানিগুলোর মতে এই কর বাতিল করা হলে গ্রাহক সংখ্যা আরও অনেক বাড়বে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়