1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে

৬ নভেম্বর ২০১০

বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রয়েছে বিরোধী নেত্রীর সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি নেতার মন্তব্য৷ আর ব্রিটেনের প্রথম বাঙালি এমপি’র বাংলাদেশ সফর নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/Q0Hp
ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

বিরোধী দলের ‘অপপ্রচার'

‘বিরোধী দলের অপপ্রচারের জবাব দিতে হবে, বলছেন শেখ হাসিনা' - এই শিরোনামটি করেছে দৈনিক সমকাল৷ সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে, এমনটাই দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ তিনি বিরোধীদের এই প্রচারের জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ শুক্রবার আওয়ামী লীগের এক কর্মশালায় এই আহ্বান জানান হাসিনা৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘বিএনপি'র অপপ্রচারের জবাব দিতে হবে'৷ হাসিনা জানান, নির্বাচনী ইশতিহারে আওয়ামী লীগ কখনোই ১০ টাকা চাল খাওয়ানোর কথা বলেনি৷ বরং চালের দাম কমানোর কথা বলা হয়েছিল৷ অথচ বিরোধী দল এই নিয়ে অপপ্রচার চালাচ্ছে৷

ফয়সালা রাজপথে

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘খালেদা জিয়ার বাড়ির ফয়সালা রাজপথে, বলেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ'৷ শুক্রবার ঢাকায় এক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতা মওদুদ আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি লড়াই চলবে৷ তবে ফয়সালা হবে রাজপথে৷ এসময় মওদুদ আরো দাবি করেন, দেশের ৯৮ ভাগ মানুষই সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে৷ এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘বাড়ির নিষ্পত্তি রাজপথে: মওদুদ'৷ এখানে বলে রাখা ভালো, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য আদালত আদেশ দিয়েছেন৷

ঢাকায় রুশনারা আলী

দৈনিক কালের কণ্ঠসহ কয়েকটি দৈনিক এই খবরটিকে বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘বাংলাদেশের সম্ভাবনার কথা জানাতে চাই পশ্চিমা দেশগুলোকে, সাক্ষাৎকারে রুশনারা আলী'৷ কালের কণ্ঠের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রুশনারা জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়৷ এছাড়া দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘বাংলাদেশকে সহায়তার আশ্বাস ব্রিটিশ এমপি রুশনারা আলীর'৷ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন রুশনারা৷

বাড়ছে বেকার

‘বাড়ছে শিক্ষিত বেকার'৷ গত এক দশকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ৷ এই ধারা বজায় থাকলে ২০১৫ সালে দেশে মোট বেকার হবে ৬ কোটি৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়