1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সাংবিধানিক শাসন ক্ষতিগ্রস্ত না করার আহ্বান

২৪ নভেম্বর ২০১০

সাংবিধানিক শাসন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷

https://p.dw.com/p/QGag
শান্তিপূর্ণ হরতালে বাধা নয়: সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতারা বলেছেন, তারা রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা করবেন৷

সৈয়দ আশরাফ বলেন, জনগণের জন্য নয় ব্যক্তিস্বার্থে বিএনপি হরতাল ডেকেছে৷ তবে শান্তিপূর্ণ হরতালে তারা বাধা দেবেন না৷ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের৷ সরকার তার দায়িত্ব পালন করবে৷ তিনি বলেন বেশি কাদা ছোঁড়াছুঁড়ি সবার জন্যই ক্ষতিকর৷ আমাদের সবার ওয়ান ইলেভেনের কথা মনে রাখা উচিত৷

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন হরতালকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে৷ বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান জানান, ব্যবসায়ীরা এই হরতাল মানবে না৷ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কিছু তাদের কাছে গ্রহণযোগ্য হবে না৷ তিনি ব্যবসায়ীদের ৩০শে নভেম্বরের হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন