1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করলো বিএনপি

১৩ এপ্রিল ২০১১

শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ সেইসঙ্গে কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থাও চাইছে বিরোধী দল৷

https://p.dw.com/p/10sRM
শেয়ার বাজার কেলেঙ্কারির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সাধারণ মানুষছবি: DW

আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি এ দাবি জানায়৷ বিএনপি মনে করে, যারা শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তারা সরকারে ঘনিষ্ঠ৷ বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থায় আপত্তি নেই তাদের৷

বিএনপির সিনিয়র নেতারা আজকের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি'র সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন৷ তিনি বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অদক্ষতা এবং অব্যবস্থাপনাই দায়ী৷ তারা এই শেয়ার কেলেঙ্কারির সুযোগ সৃষ্টি করে দিয়েছেন৷ তিনি বলেন, সরকারি দলের মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত৷

বিএনপির আরেক সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী ড.ওসমান ফারুক বলেন, কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত বলে তদন্তে জানা গেছে তাদের বাইরে রেখে অধিকতর তদন্ত সম্ভব নয়৷ তাদের গ্রেফতার করে তাদের পাসপোর্ট এবং ব্যাংক এ্যাকাউন্ট জব্দ করতে হবে৷ তা না হলে তারা তদন্তে প্রভাব বিস্তার করবেন৷ উদ্ধার করতে হবে লোপাট হওয়া ২৩ হাজার কোটি টাকা৷

তারা বলেন, বিএনপির কেউ যদি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় বিএনপির আপত্তি নেই৷ অর্থমন্ত্রী তদন্ত রিপোর্ট প্রকাশে এখনো গড়িমসি করছেন৷ এ থেকেই বোঝা যায় হোতারা সরকারি দলের৷ তাদের রক্ষায় কাজ করছে সরকার৷ কিন্তু তা দেশের মানুষ মেনে নেবে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন