1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা বাঘের সঙ্গে রাত কাটায় মার্কিন কিশোরী!

১০ ফেব্রুয়ারি ২০১১

ফ্লোরিডার কিশোরী ফেলিসিয়া ফ্রিস্কো৷ তার রাতের রুটিনটা অন্যদের চেয়ে একেবারেই আলাদা৷ প্রতি রাতে সে তার বিশাল বিছানাতে ছয় মাস বয়সি রয়েল বেঙ্গল টাইগার ‘‘উইল’’-কে সাথে নিয়ে ঘুমাতে যায়৷

https://p.dw.com/p/10Epz
বাঘের সঙ্গেই খাওয়া-দাওয়া, ঘুড়ে বেড়ানো এবং খেলাধুলা করে ফেলিসিয়াছবি: picture alliance/dpa

উইলের জন্মের প্রথম দিন থেকেই ফেলিসিয়া তাকে বিছানায় নিয়ে ঘুমায়৷ এবং উইলের বয়স এক বছর না হওয়া পর্যন্ত তাকে সে তার বিছানাতে রাখারই পরিকল্পনা করেছে৷ফেলিসিয়ার বিছানার সবকিছুর কাভারও চিতাবাঘের ছাপের৷

ফেলিসিয়ার বাবা-মা একটি শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করেন, যার নাম টাইগার এনকাউন্টার৷ ফেলিসিয়ার বাবা-মাই উইলকে নিয়ে এসেছেন৷ পিপলপেটস ডট কম-কে ফেলিসিয়া বলেছে, এটা অনেকটা কুকুর রাখার মতো৷ কেউ যদি বাঘ রাখতে শুরু করে তাহলেই সেটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়৷ একেবারে ছোটবেলা থেকেই হাতী, ঘোড়া বা বাঘের মতো প্রাণীদের সঙ্গেই ফেলিসিয়ার ওঠাবসা, চলাফেরা৷ যথাযথ প্রশিক্ষণ ছাড়া বাঘকে পোষা প্রাণী হিসেবে রাখা উচিত নয়, একথা বিশ্বাস করে না ফেলিসিয়া৷ সে বলে, ‘‘আমার বাবা-মা সবসময় আমাকে বলেন, প্রাণীদেরকে পুরোপুরি বিশ্বাস করতে নেই৷ এমনকি একটা কুকুরকেও৷ঝুঁকির ব্যপারে সচেতনতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে৷'' তবে উইলই কিন্তু ফেলিসিয়ার প্রথম শয্যাসঙ্গী নয়, এর আগে উইলের বাবাব দারুবাকে সঙ্গে নিয়ে ঘুমাতো ফেলিসিয়া৷ দারুবার বয়স এক বছর না হওয়া পর্যন্ত তাকে রাতে সাথে নিয়ে ঘুমিয়েছে ফেলিসিয়া৷ ফেলিসিয়া উইলের সঙ্গে খাওয়া-দাওয়া, ঘুড়ে বেড়ানো এবং খেলাধুলা সবই করে৷ সে বলে, উইলের সঙ্গে তার সম্পর্কটি যেন মা আর সন্তানের৷

Tiger in Südchina
এর আগে উইলের বাবাব দারুবাকে সঙ্গে নিয়ে ঘুমাতো ফেলিসিয়াছবি: AP

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম