বাংলা বিভাগের ওয়েবসাইট এখন বিশ্বজুড়ে জনপ্রিয়: লুকাস | পাঠক ভাবনা | DW | 19.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা বিভাগের ওয়েবসাইট এখন বিশ্বজুড়ে জনপ্রিয়: লুকাস

ডয়চে ভেলের বাংলা বিভাগের ৩৫ তম বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ঢাকার গোয়েটে ইন্সটিটিউটে শুরু হয়েছে শ্রোতা সম্মেলন৷ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে যোগ দিয়েছেন আড়াই শতাধিক শ্রোতা৷

ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

সম্মেলনের উদ্বোধন করেন ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস৷ স্বাগত বক্তব্য রাখেন গোয়েটে ইন্সটিটিউটের কর্মকর্তা তানভির আলী৷

গ্রেহেম লুকাস তাঁর বক্তব্যে ডয়চে ভেলের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে শ্রোতাদের অবহিত করেন৷ তিনি জানান, ডয়চে ভেলে খুব শিগগিরই বাংলাদেশের এফএম তরঙ্গে বেতার অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা করেছে৷ এই পরিকল্পনাটি এখন রয়েছে চূড়ান্ত পর্যায়ে৷ তিনি জানান, ডয়েচে ভেলের বাংলা অনুষ্ঠান এবং ইন্টারনেট এখন মাল্টিমিডিয়া৷ এখানে একাধারে রেডিও অনুষ্ঠান শোনা যেমনি যায়, তেমনি প্রতিটি অনুষ্ঠান ডাউনলোড করাও সম্ভব৷ তিনি জানান, বাংলা বিভাগের ওয়েবসাইট এখন বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে৷ এই জনপ্রিয়তাকে ধরে রাখতে নতুন নতুন কর্মপরিকল্পনাও রয়েছে৷ এগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে৷

গ্রেহেম লুকাস বলেন, শ্রোতাদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে সব ধরণের উদ্যোগের বাস্তবায়ন চলছে৷তিনি গত বছরের লাখো এসএম এসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শ্রোতারা যে আমাদের অসম্ভব পছন্দ করেন, সেটাই এর প্রমান৷

Dhaka DW Hörertreffen

সম্মেলনে অংশ নেয়া শ্রোতাদের একাংশ ...

তিনি বাংলা ব্লগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ডয়চে ভেলে এই প্রথমবাবের মত আয়োজন করেছে বাংলা ভাষী ব্লগের জন্য প্রতিযোগিতা৷ এটি নি:সন্দেহে ব্লগারদের জন্য একটা শুভ উদ্যোগ৷ ইতিমধ্যে এই প্রতিযোগিতায় শতাধিক ব্লগের নাম তালিকাভুক্ত হয়েছে প্রতিযোগিতার জন্য৷

তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু অনুষ্ঠান তৈরির চিন্তাভাবনার কথাও জানান তিনি৷

এদিকে, ডয়চে ভেলের শ্রোতারা নানা অনুষ্ঠান এবং ইন্টারনেট সংস্করণ প্রসঙ্গে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন৷ একইসঙ্গে এফএম এর পাশাপাশি শর্ট ওয়েভেও অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত রাখার মত দেন তারা৷ তবে, গ্রেহেম লুকাসের মতে, শর্ট ওয়েভ প্রযুক্তি দিনে দিনে উঠে যাচ্ছে৷ আর তাই, ঠিক কতদিন বাংলা বিভাগ শর্ট ওয়েভে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত রাখতে পারবে তা নিশ্চিত নয়৷

অনুষ্ঠানের প্রথমাংশে শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন এবং নানা জিজ্ঞাসার উত্তর দেন গ্রেহেম লুকাস৷ এই পর্বটি পরিচালনা করেন ডয়চে ভেলে বাংলা বিভাগের অন্যতম সম্পাদক সাগর সরওয়ার৷ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতাদের যোগাযোগের অনুষ্ঠান ইনবক্স-এর সম্পাদক ও ফিডব্যাক কো-অর্ডিনেটর নুরুননাহার সাত্তার৷ আরো উপস্থিত আছেন ফেডারেশন অব ডয়চে ভেলে লিসেনার্স এন্ড ভিউয়ার্স ক্লাব, বাংলাদেশ-এর এম. ডি. জামাল সিদ্দিকী৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আবদুস সাত্তার

নির্বাচিত প্রতিবেদন