বাংলা বিভাগের ৩৫ বছর পূর্তি | পাঠক ভাবনা | DW | 16.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা বিভাগের ৩৫ বছর পূর্তি

ডয়চে ভেলের এফএম ব্যান্ডের প্রথম অনুষ্ঠান পান্তাভাত আর ইলিশ মাছ খেতে খেতেই শুনলাম, খুবই চমৎকার হয়েছে৷ মোঃ গোলাম রসুল, হরিপুর, ঝিনাইদহ, বাংলাদেশ৷

একদিকে নববর্ষের আনন্দ অপরদিকে ডয়চে ভেলের প্রথম এফএম সম্প্রচার ! ব্যাপারটা আমাদের এতই আনন্দ দিয়েছে যে লিখে আপনাদের বোঝাতে পারবোনা৷ নববর্ষের আনন্দ আমরা যেভাবে হৃদয় দিয়ে উপভোগ করেছি তেমনি ডয়চে ভেলের এফএম সম্প্রচারও আমরা নব বর্ষের উৎসবের মত উপভোগ করেছি৷ অপর দিকে ১৫ এপ্রিল ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৫ বছর পূর্তি৷ ১৬ এপ্রিল ঘোষণা করা হয় বেস্ট অফ ব্লগস প্রতিযোগিতার ফলাফল৷ অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ! ১৪ এপ্রিল ছিলো ১লা বৈশাখ বাংলা নববর্ষ৷ সব মিলিয়ে একটি উৎসব উৎসব মাস এপ্রিল৷ আমাদের ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা সাথে সাথে আপনাদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারিনি বলে আন্তরিকভাবে দু:খিত৷ তাই আজ দেরিতে হলেও আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা, ডয়চে ভেলে এফএম তরঙ্গে আসার জন্য শুভেচ্ছা, ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৫ বছর উপলক্ষে শুভেচ্ছা এবং শ্রেষ্ঠ ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

আজ সকালের অধিবেশনে বাংলাদেশের একগুচ্ছ তাজা খবর, চীনের ভূমিকম্পের উপর রিপোর্ট, বার্লিনে রিপাবলিকের উপর রিপোর্ট, খেলার সংবাদ ও গান শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷