1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘ রক্ষায় টহলদার দল

৩০ মার্চ ২০১০

সুন্দরবনের রয়াল বেঙ্গল টাইগার রক্ষায় টহলদার টিম গড়ে তোলার কাজ শুরু করেছে বাংলাদেশের বন বিভাগ৷ প্রতি বছর লোকলয়ে এসে প’ড়ে অন্তত ২টি বাঘ মারা যায় বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক৷

https://p.dw.com/p/MiSE
ছবি: AP

তিনি জানান, সুন্দরবন সংলগ্ন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঘ রক্ষার কাজ করতে হবে৷

সুন্দরবনের বাঘ রয়াল বেঙ্গল টাইগার প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে৷ আর লোকালয়ে ঢুকে পড়লে তারা মারা পড়ছে মানুষের হাতে৷ প্রাণ ভয়ে উত্তেজিত লোকজন রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করে৷

সুন্দরবন সংলগ্ন এলাকায় গত এক দশকে ২৪টির বেশি বাঘ মারা পড়েছে৷ তাই বাঘ রক্ষায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে৷ সিদ্ধান্ত হয়েছে, টহলদার টিম গঠন করা হবে৷ যারা সুন্দরবন সংলগ্ন এলাকায় কাজ করেন, কোন বাঘ লোকালয়ে ঢুকে পড়লে তাকে যাতে হত্যা করা না হয় সেজন্য গ্রামসীদের তারা বোঝাবেন৷ প্রধান বনসংরক্ষক আব্দুল মোতালেব ডয়চে ভেলেকে জানান, টহলদার টিম একই সঙ্গে বন বিভাগকে খবরও দেবে৷

১০ হাজার বর্গ কিলোমিটারের সুন্দরবনে এখন সাড়ে ৪ শ' রয়াল বেঙ্গল টাইগার রয়েছে৷ আবাসস্থলে উপদ্রব এবং কখনো কখনো খাবারের অভাবে তারা লোকালয়ে চলে আসে৷ আর লোকালয়ে মানুষের তাড়া খেয়ে তারা প্রাণ রক্ষা করতে গিয়ে হিংস্র হয়ে ওঠে৷ বাঘের কবলে পড়ে বন ও লোকলয়ে গত বছর ৩০ জন নিহত হয়েছেন৷ প্রধান বন সংরক্ষক জানান, বাঘ ও মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে৷ সংলগ্ন এলাকার মানুষকে বোঝাতে হবে৷

প্রধান বন সংরক্ষক জানান, বাঘ রক্ষায় ইতিমধ্যেই তারা সুন্দরবন এলাকার আক্রান্ত মানুষদের নিয়ে বৈঠক করছেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক