1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘ রক্ষায় ডি ক্যাপ্রিও দান করলেন দশ লাখ ডলার

২৪ নভেম্বর ২০১০

বাঘ সুরক্ষার প্রচেষ্টায় ১০ লাখ ডলার দিলেন টাইটানিক খ্যাত হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও৷ পৃথিবী থেকে লোপ পেতে বসেছে বাঘ৷ রক্ষা করতে হবে বাঘকে৷

https://p.dw.com/p/QGmG
Actor, Leonardo, Di Caprio, Rome, Auditorium, movie, Film Festival. টাইটানিক, হলিউড, স্টার লিওনার্দো, ডি ক্যাপ্রিও, বাঘ
টাইটানিক খ্যাত হলিউড স্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওছবি: AP Images

প্রকৃতিপ্রেমী হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ-এর বাঘ শীর্ষ সম্মেলনে যোগ দিতে লস এ্যাঞ্জেলেস থেকে উড়ে গেছেন৷ বিশ্ব বণ্যপ্রাণী তহবিল বা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, ডাব্লিউডাব্লিউএফ-কে তিনি দান করেছেন ১০ লাখ ডলার৷ ‘টাইটানিক' এবং ‘ইনসেপশন' খ্যাত এই স্টার বণ্যপ্রাণী রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ৷ চলতি বছরে তিনি কাজ করছেন সেভ টাইগার্স প্রচারর অভিযানেও৷

৩৬ বছর বয়স্ক ডিক্যাপ্রিও প্রতিশ্রুতিবদ্ধ প্রকৃতিপ্রেমীই শুধু নন৷ তিনি ডাব্লিউডাব্লিউএফ-এর বোর্ডের সদস্যও৷ সম্প্রতি ডিক্যাপ্রিও নেপাল এবং ভুটানে হাতির পিঠে উঠে পরিদর্শন করেছেন বাঘের বিচরণ ক্ষেত্র৷ তাঁর সঙ্গে ছিলেন একজন বাঘ পাচার বিরোধী কর্মী৷

বণ্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে পৃথিবীর বনভূমিতে মাত্র ৩,২০০টি বাঘ রয়েছে৷ একশ বছর আগে এই সংখ্যা ছিল এক লাখ৷ সেন্ট পিটার্সবার্গে চলতি সপ্তাহের ১৩ জাতি এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে রাশিয়া৷ উদ্দেশ্য ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুন করা৷

ঐ সম্মেলনে যে ১৩টি দেশ অংশ নিচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভূটান,ক্যাম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম৷ বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ সম্মেলনে যোগ দিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য