1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেটে গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত

৮ জুন ২০১০

বাংলাদেশে এখন যে কোন সময়ের চেয়ে জ্বালানি চাহিদা সবচেয়ে বেশি৷ কিন্তু উৎপাদনে অপর্যাপ্ততা থাকায় চাহিদা মাফিক গ্যাস কিংবা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না৷ তাই আসন্ন বাজেটে জ্বালানি খাতকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেই জানানো হচ্ছে৷

https://p.dw.com/p/NkZR
বাংলাদেশে এখন যে কোন সময়ের চেয়ে জ্বালানি চাহিদা সবচেয়ে বেশি৷ছবি: AP

জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করা হবে চলতি সপ্তাহেই৷ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অভিমত, জ্বালানি খাতে সাবেক সরকারের সময়ে বিনিয়োগ না হওয়া এবং পরিকল্পনার অভাবের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড.তৌফিক-ই-ইলাহীরও একই মত৷ সব অভিজ্ঞতাকে সামনে নিয়ে তিনি তাই বললেন, জ্বালানি চাহিদা মেটাতে বর্তমান সরকার আগামী ২০১০-২০১১ সালের প্রস্তাবিত বাজেটে খাদ্য এবং কৃষিখাতের পরেই সবচেয়ে বেশি বরাদ্দ রাখছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে৷ তিনি জানিয়েছেন, এই সময়ে আমরা চাই ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং দৈনিক ৫০০ মিলিয়ন ঘটফুট গ্যাস সরবরাহ বাড়াতে৷

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, ‘প্রয়োজনীয় জ্বালানির যোগান দেয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আর তাই আমরা সরকারি-বেসরকারি খাতকে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়ন করবো৷' যৌথ এই উদ্যোগের এই বিষয়টি আগামী বাজেটেও উল্লেখ থাকবে বলে জানা যায়৷

বলে রাখা ভালো, বাংলাদেশে বর্তমানে দৈনিক চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে৷ কিন্তু বর্তমান চাহিদার তুলনায় এই পরিমাণ প্রায় দুই হাজার মেগাওয়াট কম৷

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে বর্তমানে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেদ্র নির্মাণের পরিকল্পনা করছে৷ এছাড়া সরকারের পরিকল্পনা রয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের৷ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে সরকার ইতিমধ্যে ভারতীয় এক কোম্পানির সঙ্গে ১৩০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে৷ এ নিয়ে ভারতের সঙ্গে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারকও সম্পাদিত হয়েছে৷ পরিকল্পনা রয়েছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানির৷ এ জন্য ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের ৪০০ কিলোভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরির কাজ ২০১২ সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম