1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

১১ জুন ২০১০

বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের ব্যাপারে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি৷ সিপিডির মতে প্রস্তাবিত বাজেট বড় বা উচ্চাভিলাষী নয়৷ বাস্তবায়নের সক্ষমতা থাকা না থাকাই মূল প্রশ্ন৷

https://p.dw.com/p/NooG
ছবি: AP

সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, জিডিপির তুলনায় ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেটকে তেমন বড় বলা যাবেনা ৷ কারণ এই বাজেট জিডিপির ১৬.৯ ভাগ৷ কিন্তু বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোন উদ্যোগের কথা নেই অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যা এই বাজেটের হতাশার দিক ৷

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৫ সাল নাগাদ ৯ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছে সরকার৷ তবে সেই উৎপাদনে যেতে হলে তার বিনিয়োগ এখনই শুরু করতে হবে৷ বাজেটে বিদ্যুৎকে গুরুত্ব দেয়ার কথা বলা হলেও বাস্তবে লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা স্পষ্ট নয়৷

এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন৷ তিনি বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা অর্জনে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিরোধী দলীয় নেত্রী তার ছায়া বাজেটে যে সব প্রস্তাব দিয়েছেন তার ৭০ ভাগই সরকারের প্রস্তাবিত বাজেটে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার