1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাথরুম থেকে মানুষের মুখে!

৯ অক্টোবর ২০১০

কী গন্ধ পাচ্ছেন! নিশ্চয় নয়! এমনটাই প্রথনে ভেবেছিলেন ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের বাসিন্দারা৷ কারণ তাদের ঘরে যে গ্যাসের সরবরাহ দেয়া হয়েছিল সেটা কোথা থেকে এসেছে জানেন? তাদেরই বাথরুম থেকে৷

https://p.dw.com/p/PaD9
রান্না করার গ্যাস আসছে মানুষের বর্জ্য থেকেছবি: Corazón Internatioinal

মানে ২৩ দিন আগে বাথরুমে গিয়ে তারা যেসব ত্যাগ করেছেন সেগুলোই প্রক্রিয়াজাত হয়ে ফিরে এসেছে তাদের ঘরে, গ্যাস হয়ে৷ এই গ্যাস দিয়ে তারা করেছেন রান্না, করেছেন নিজেদের ঘর গরম৷

তিন ব্রিটিশ কোম্পানি-- ব্রিটিশ গ্যাস, টেমস ওয়াটার আর স্কশিয়া গ্যাস নেটওয়ার্ক মিলে করেছে এই কাজ৷ প্রথম পর্যায়ে অক্সফোর্ডশায়ারের ২০০ বাসিন্দা ব্যবহার করলেন এই গ্যাস৷ আস্তে আস্তে সেই গ্যাস পুরো ব্রিটেনেই ছড়িয়ে দিতে চাইছেন ঐ তিন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা৷ কারণ ইউরোপীয় ইউনিয়নের শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে ব্রিটেনে ব্যবহৃত জ্বালানির ১৫ শতাংশ আসতে হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে৷ আর এই শর্ত পূরণ করতে হলে নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস বের করতে হবে৷ উপরে বর্ণিত পদ্ধতিটা একটা উপায় হতে পারে৷

বিশেষজ্ঞরা বলছেন ব্রিটেনের বাথরুমগামী ছয় কোটিরও বেশি মানুষের বর্জ্য দিয়ে যে গ্যাস তৈরি করা যাবে সেটা দিয়ে দুই লক্ষ ঘরের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব৷

মানুষের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ঘটনা ব্রিটেনে অনেক আগেই হয়েছে৷ এবার হলো গ্যাস৷ সুতরাং বুঝতেই পারছেন এ জগতে কোনো কিছুই ফেলনা নয়!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম