1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাম ফ্রন্টের বিদায় অপ্রত্যাশিত নয়’

১৩ মে ২০১১

পশ্চিমবঙ্গে বাম ফ্রন্টের বিদায় কোন অপ্রত্যাশিত ঘটনা নয় বলে মনে করেন বাংলাদেশের বিশ্লেষকরা৷ তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ভোটের বিশাল ব্যবধানে কেউ কেউ কিছুটা বিস্মিত হয়েছেন৷

https://p.dw.com/p/11FX9
মমতা ব্যানার্জির এই বিজয়কে তার গণমুখী চরিত্রের ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরাছবি: AP

মমতা ব্যানার্জির এই বিজয়কে তার গণমুখী চরিত্রের ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা৷ তারা মনে করেন ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন আর বামফ্রন্ট জন প্রত্যাশা পুরণে ব্যর্থ হয়েছে৷ সাবেক পরারাষ্ট্র সচিব ফারুক চৌধুরী ভোটের আগে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন৷ তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন তাদের চিন্তা৷ তার মতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি শুরু থেকেই সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন৷ রাজ্যের বিভিন্ন ইস্যুতে তার অবস্থান ও মতামত সাধারণ মানুষের পক্ষে গেছে৷ তার ধৈর্য এবং পরিশ্রমই উল্লেখ করার মত৷ আর সাধারণ মানুষ তাই নির্বাচনে তাকে ও তার দলকে বেছে নিয়েছে৷ এটি একদিনে বা হঠাৎ করে হয়নি৷ তার এই বিজয়ের আলো দেখা গিয়েছিল অনেক আগে থেকেই৷

আর ভারতীয় রাজনীতির বিশ্লেষক খ্যাতিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বলেন, বামফ্রন্টের দীর্ঘ শাসন সেখানকার মানুষ আর পছন্দ করছিল না৷ তারা জন প্রত্যাশা পুরণেও ব্যর্থ হচ্ছিল৷ সাধারণ মানুষ তাই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে৷ আস্থা রেখেছে মমতা ব্যানার্জির ওপর৷ তিনি মনে করেন পশ্চিমবঙ্গের এই পালাবদলে ভারতের কেন্দ্রীয় সরকারও লাভবান হবে৷ তারা মমতার মেধা আর যোগ্যতা ব্যবহার করতে পারবেন৷ পারবেন গণমুখি সিদ্ধান্ত নিতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী