1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বারবার বলেছি আমি সালেক না জাহালম’

সমীর কুমার দে ঢাকা
২৮ জুন ২০১৯

ভুল করে বা সজ্ঞানে আবু সালেকের জায়গায় দুদকের মামলা গ্রেফতার করা হয় পাটকল শ্রমিক জাহালমকে৷ তিন বছর বিনা বিচারে জেল খাটার পর উচ্চ আদালতের হস্তক্ষেপে ছাড়া পেয়েছেন৷ কিভাবে জড়ালেন এই মামলায়?

https://p.dw.com/p/3LDvA
ছবি: Privat

ডয়চে ভেলে : আপনি তো দুর্ভাগ্যবশত একটি মামলায় জড়িয়েছেন৷ আপনি কত সালে এই মামলা জড়িয়ে পড়েন?

জাহালম : ২০১৪ সালের দিকে আমাদের চেয়ারম্যান হঠাৎ করে আমাকে ডাকেন৷ আমি তো ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলে চাকরি করি৷ আমি বাড়িতে গেলে তিনি আমাকে আমার ছবি দেখান আর আবু সালেকের ছবি দেখান৷ আমি তাকে বলি, এটা আমার ছবি, আর অন্যটা আমি চিনি না৷ আমার জীবনে আমি কোট টাই পরিনি৷ তখন তিনি বলেন, একরকমই তো দেখা যায়? আমি বলি কত পার্থক্য! এরপর আমি ঘোড়াশাল চলে আসি৷ হঠাৎ করে একদিন দুদকের লোক আমার মিলে আসে৷ তারা আমার ছবি তোলে৷ এর কয়দিন পর আমার কাছে চিঠি আসে৷ 

‘‘চ্যানেল ২৪ এর কারণে আমি নতুন জীবন পেয়েছি’’

এই চিঠি কি দুদক থেকে আসে না আদালত থেকে?

এটা দুদক থেকে আসে৷ আমি ভাইকে জানাই৷ পরে আমি গুলিস্তান যাই, ভাইও আসে৷ আমরা তিনভাই তখন একসঙ্গে দুদকে যাই৷

এটা কত সালের ঘটনা?

এটা ২০১৪ সালের ঘটনা৷ পরে সেখানে গেলে তারা সালেকের ছবি দেখায় আর আমার ছবি দেখাই৷ আমি তাদেরও বলি, এটা আমার ছবি, আর অন্যটা আমি চিনি না৷ কোন ব্যাংকে আমার একাউন্ট নেই৷ তারা বারবার বলে ওটা আমার ছবি, আমি তাদের বারবার না করেছি৷

দুদকের কোন কর্মকর্তা এটা করেছেন?

দুই তিন জন কর্মকর্তা ছিলেন৷ এভাবে কয়েকবার সেখানে যাই৷ তারা আমারে প্রশ্ন করে আপনি ঢাকা ভার্সিতে পড়েছেন? আমি বলি কোন স্কুলেই আমি যাইনি৷ তারা আমারে জুট মিল থেকে কাগজ আর মার আইডি কার্ড আনতে বলে৷ সেগুলোও তাদের দেখাই৷ সালেক যে স্বাক্ষর দিয়েছে আমারে ইংরেজিতে সেই স্বাক্ষর দিতে বলে৷ কিন্তু আমি তো জীবনেও ইংরেজিতে স্বাক্ষর দেইনি৷ কেমনে দেব? আমারে কয় গুলশানে বাড়ি আছে, চারটি কোম্পানীর মালিক আমি, সবই অস্বীকার করি৷ এরপর হঠাৎ করে একদিন ঘোড়াশাল থেকে আমারে এ্যারেস্ট করে পুলিশ

এটা কত সালের ঘটনা?

২০১৬ সালের দুই মাসের ৫ তারিখে৷ তারা কোন কথাই শোনে না৷ সালেক বলে ধরে নিয়ে যায়৷ সেখান থেকে টাঙ্গাইল নিয়ে যায়৷ সেখানে আট দিন রাখে৷ সেখান থেকে ডান্ডা বেড়ি পরায়ে কেন্দ্রীয় কারাগারে পাঠায়৷ সেখানে ৪ মাস খুব কষ্টে ছিলাম৷ আমি তো গরীব মানুষ, সপ্তাহে ৩৬০০ টাকা তাদের কোথা থেকে দেব? 

কারাগারে কতদিন ছিলেন?

তিন বছরের তিন দিন কম ছিলাম৷

মামলা চালাতে পরিবারের খরচ হয়েছে কেমন?

আমরা তো একবেলা ভাত খাই, অন্য বেলা না খেয়ে থাকি৷ এখন তো মানুষের জ্বলায় বাড়িতে থাকতেই পারি না৷ সবাই টাকা পবে? কেমনে দিমু?

কেমন ধারের মধ্যে পড়েছে আপনার পরিবার?

কত টাকা ভাই বলতে পারবে৷ তবে বাড়ি গেলে খালি দেখি, লোকজন আসছে, আর টাকা চাচ্ছে৷

আপনি কি চাকরি ফিরে পেয়েছেন?

ঘোড়াশালে জুটমিলে চাকরি ফিরে পেয়েছি৷

এখনও কি কোর্টে হাজিরা দিতে হয়?

হাইকোর্টে বিচারক আমাকে দেখতে চেয়েছিলেন, আমি সেখানে গিয়েছিলাম৷ এছাড়া ৪/৫ বার কোর্টে গেছি৷

দুদক থেকে কি কেউ যোগাযোগ করেছে?

একজন কমিশনার হয়তো তদন্ত করতে আমাদের বাড়িতে গিয়েছিলেন৷

আপনি কোন আর্থিক সহায়তা পেয়েছেন?

একজন গার্মেন্ট মালিক ২০ হাজার টাকা চেক, আর ৫ হাজার টাকা দিয়েছিলেন৷ আরো কয়েকজন ২/৫ হাজার টাকা দিছেন৷

আপনি বিয়ে করেছেন?

হ্যাঁ, ৬ বছরের একটা মেয়ে আছে৷

আপনি যখন জেলে ছিলেন, পরিবার কিভাবে চলেছে?

আমার বউ চাকরি করেছে৷ আমারে দু'এক মাস পর ৫০০ টাকা দিত তাই দিয়ে চলতাম৷

হাইকোর্টে কিভাবে পৌঁছালেন?

আমি তো জেলে ছিলাম, ভাই জানে৷ তবে চ্যানেল ২৪ এর কারণে আমি নতুন জীবন পেয়েছি৷

প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য