1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালেতে গোল্ডেন বিয়ার পাচ্ছেন ম্যুয়েলার-স্টাল

১৮ ডিসেম্বর ২০১০

আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি পরিচিত জার্মানির যে কয়জন অভিনেতা রয়েছেন, তাঁদের মধ্যে একজন আরমিন ম্যুয়েলার-স্টাল৷ এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে তাঁকেই সম্মানসূচক গোল্ডেন বিয়ার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

https://p.dw.com/p/Qf6B
বার্লিনালে, গোল্ডেন, বিয়ার, ম্যুয়েলার-স্টাল, জার্মানি, আরমিন,বার্লিন, চলচ্চিত্র, উৎসব, ছবি, পরিচালক, Berlin, Germany, Film, Festival, Director, Stahl, Culture, Entertainment,
ম্যুয়েলার-স্টাল

৬১ তম বার্লিন চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপকরা শুক্রবার এই কথা জানিয়েছেন৷ সম্মানসূচক এই পুরস্কার জীবনে একবারই পাওয়া যায়৷ বার্লিন চলচ্চিত্র উৎসব বা বার্লিনালেতে অস্কার মনোনীত এই অভিনেতাকে ‘অসাধারণ এক শিল্পী' হিসেবে অভিহিত করা হয়েছে৷

বার্লিন চলচ্চিত্র উৎসবের পরিচালক ডিয়েটার কসলিক বলেন, ‘‘আজ আরমিন ম্যুয়েলার-স্টাল তাঁর ৮০ তম জন্মদিন পালন করছেন৷ আমরা তাঁকে শুভেচ্ছা জানাই এবং একজন অসাধারণ শিল্পী হিসেবে ফেব্রুয়ারি মাসে তাঁকে সম্মানসূচক গোল্ডেন বিয়ার পুরস্কার দেওয়ার কথা আনন্দের সঙ্গে ঘোষণা করছি৷''

১৯৯৬ সালে ‘শাইন' ছবিতে সহযোগী অভিনেতার চরিত্রে সেরা অভিনয়ের জন্যে ম্যুয়েলার-স্টাল এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছেন৷ ছবিটি অস্ট্রেলীয় পিয়ানিস্ট ডেভিড হেল্ফগটের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান