1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের বিখ্যাত সড়ক কু’দামের ১২৫ পূর্তি

১১ মে ২০১১

বার্লিনের অন্যতম সুদৃশ্য বুলেভার্ড কুয়রফ্যুরস্টেনডাম বা কু’দামের ১২৫ পূর্তি-উৎসব চলছে৷ এই সড়ক ইউরোপে নানা কারণে ঐতিহাসিক৷

https://p.dw.com/p/11DRA
ছবি: Andrej Gorokhov

যদিও বার্লিনের বয়স ৭৭৫ পেরিয়েছে, কিন্তু ১৯২০ সালের আগে আজকের বার্লিনের মতো বাড়বাড়ন্ত হয়নি৷ বিশেষত পশ্চিমাংশে৷ উন্টার ডেন লিন্ডেন সড়ক ধরে ব্রান্ডেনবুর্গ গেট এবং সংসদভবন রাইশস্টাগ-এ এসে শহরের পৌর-সীমানা শেষ৷ রাইশস্টাগের সামনে বিশাল প্রশস্ত মাঠ৷ টিয়ারগার্টেন৷ বনজঙ্গল৷ শাখানদী৷ জনপদ, বসতবাড়ি ছিল বৈকি৷ ছিল ধনীদের গ্রীষ্মকালীন বাড়ি তথা সামার হাউজ৷ প্রমোদ উদ্যান৷

১৫০০ খ্রিস্টাব্দে প্রিন্স কুয়রফ্যুরস্টেন ইওয়াখিম (প্রথম) মৃগয়ার্থে গ্র্যুনেভাল্ড বনাঞ্চলে যেতেন৷ যাওয়ার পথে ছিল ভানজে নদীর একটি শাখা৷ নদী পেরিয়ে যাতায়াতে দীর্ঘ সময় ব্যয়৷ সময় সংকোচনে নির্মাণ করা হয় বাঁধ৷ প্রিন্সের মৃত্যুর পরে ওই বাঁধের নামকরণ কুয়রফ্যুরস্টেনডাম৷ এই বাঁধ যুদ্ধজয়ের প্রতীক৷ ১৮৭০-৭১ সালে জার্মান-ফরাসি যুদ্ধে বাঁধ দখলে দুই দেশই ছিল মরিয়া৷ জার্মানি পরাস্ত করে ফরাসিদেরকে৷

Parade der Drehorgelspieler Flash-Galerie
এই সড়ক ইউরোপে নানা কারণে ঐতিহাসিকছবি: Andrej Gorokhov

যুদ্ধের পরে অটো ফন বিসমার্কের পরামর্শে, ৫ মে ১৮৮৬ সালে, কুয়রফ্যুরস্টেনডাম সড়ক নির্মিত৷ প্রশস্ত সড়ক বা বুলেভার্ডের মাঝখানে আইল্যান্ড৷ দুই পাশে বাহারি গাছগাছালি৷ সুদৃশ্য ঘরবাড়ি৷ ঝলমলে বিপনিবিতান৷ নাচঘর৷ নাটঘর৷ অপেরা হাউজ৷ ক্যাবারে হাউজ৷ নানা বার৷ রেস্তোরাঁ৷ এমনকি বার্লিনে প্রথম প্রাপ্তবয়স্কদের জন্যে পিপ শো ক্লাব৷

কুয়রফ্যুরস্টেনডাম বুলেভার্ডই ছিল লেখক সৈয়দ মুজতবা আলির প্রিয়৷ ইউরোপের মধ্যে এই সড়ককেই সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোরম বলেছেন তিনি৷ এই সড়কে বিশ্ববিখ্যাত বহু মানুষের বাস ছিল৷ রবীন্দ্রনাথও এই সড়কে হেঁটেছেন৷

বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট কুয়রফুরস্টেনডামের ১২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে বলেন, এই সড়কের গরিমা ও ইতিহাস বৈশ্বিক৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: সঞ্জীব বর্মন