1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে এসে জার্মান শিখতে চেয়েছিলেন শাহরুখ

২৩ ফেব্রুয়ারি ২০১০

জার্মানিতে তাঁর বহু ফ্যান, অতএব জার্মান ভাষাটা একটু শিখতে চেয়েছিলেন শাহরুখ খান৷ কিন্তু তিনি ব্যর্থ৷ তবে, মাই নেম ইজ খান বিপুল ব্যবসা করেছে ব্রিটেনে৷ যাকে বলে রেকর্ড৷

https://p.dw.com/p/M8l1
জার্মান শেখার চেষ্টা ব্যর্থছবি: DW

পর্দায় তিনি সুপারস্টার৷ একাই দশটা গুন্ডাকে ঠেঙিয়ে ঢিট করতে ওস্তাদ৷ গান গেয়ে, নেচে, নায়িকার মন গলাতে দড়৷ অ্যাকশন সিনেও বেশ স্বচ্ছন্দ৷ ইমোশনেও দশে দশ৷ এতসব গুণ থাকলেও একটা জায়গায় কিন্তু সুপারস্টার বেশ কাত৷ ভাষা শিখতে লাখোঁ দিলোঁকা ধড়কন সুপারস্টার শাহরুখ খান মোটেই পারদর্শী নন৷ তাঁর নাকি অবাকই লাগে সেইসব লোকের দক্ষতা দেখে, যারা কিনা ঝটপট ভাষা শিখে ফেলে কিংবা যেকোন নতুন ভাষায় একটু আধটু কথাবার্তা চালাতে যারা ওস্তাদ৷

হিরো সেটা স্বীকারও করেছেন৷ স্বীকার করেছেন জার্মানিতে এসে জার্মান শিখতে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তবেই৷ জার্মানিতে শাহরুখের বহু বহু ফ্যান৷ বার্লিনালেতে এবার দেখা গেছে মাইনাস তাপমাত্রাতেও শাহরুখ ফ্যানেরা তাঁর জন্য আকুল হয়ে পথে নেমে অপেক্ষা করেছে গুরুকে একবার চোখের দেখা দেখতে৷ বার্লিনালে কর্তৃপক্ষও স্বীকার করেছে এমন ফ্যানোন্মাদনা আগে আর কোন হিরোকে ঘিরে দেখা যায়নি৷ মানে ষাট বছরের বার্লিনালেতে শাহরুখের ফ্যান ফলোয়িংটাও একটা রেকর্ড৷

Flash-Galerie Berlinale Filmfestspiele Palast am Potsdamer Platz 2006
বার্লিনালের লাল কার্পেটে এবার হেঁটেছেন শাহরুখওছবি: AP

তো, এতশত ফ্যান দেখেটেখে শাহরুখ তাই একটু জার্মান শেখার চেষ্টা করতে গিয়েছিলেন বার্লিনে৷ কিন্তু, একেবারে পপাত চ মমার চ অবস্থা৷ মানে শুরুতেই রণেভঙ্গ৷ তারপর তাঁর ওই স্বীকারোক্তি, ভাষা শেখায় নিজের অক্ষমতা নিয়ে৷

তবে শাহরুখের নতুন ছবি এমএনআইকে মানে ‘মাই নেম ইজ খান' ইংল্যন্ডে এমন ব্যবসা করেছে যে তাক লেগে গেছে সকলেরই৷ বক্স অফিস বলছে, এত বছর ধরে কোন বলিউড ফিল্ম সেদেশে এতখানি ব্যবসা করতে পারেনি৷ এখানেও একখানা রেকর্ড৷ সুপারস্টারের সময়টা এখন সত্যিই ভালো যাচ্ছে৷ যেখানে পড়ছে শাহরুখের হাত, সেখানেই ফলে উঠছে সোনা৷

পরিচালক করণ জোহর নিশ্চয়ই খুশি!

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- আরাফাতুল ইসলাম