1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে গোলাগুলিতে আহত চার

২৬ ডিসেম্বর ২০২০

শনিবার প্রথম প্রহরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েৎসব্যার্গে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

https://p.dw.com/p/3nEL4
শনিবার প্রথম প্রহরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েৎসব্যার্গে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
ছবি: Paul Zinken/dpa/picture alliance

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড৷

বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি এর কার্যালয়ের কাছে৷ আহতদের একজনকে পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়৷ বাকিরা রাস্তায় পড়েছিলেন৷

পুলিশ বলছে, ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারে নি তারা৷ তবে কোন রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজে পাওয়া যায়নি৷

এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের অনুসন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ ঘটনাস্থলের আশেপাশে হেলিকপ্টার প্রদক্ষিণ করতে দেখা গেছে৷ সাবওয়ে স্টেশনে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

বার্লিনে বিভিন্ন দল আর অপরাধী গোষ্ঠীর মধ্যে এর আগেও এমন গোলাগুলির ঘটনা ঘটেছে৷

এফএস/জেডএ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান