1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে পুলিশ কংগ্রেস

১০ ফেব্রুয়ারি ২০১০

যে কোন দেশে আইন প্রয়োগের দায়িত্ব থাকে পুলিশের হাতে৷ পুলিশই হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা৷ আইনের শাসন, দুষ্টের দমন - ঠিক এখানেই পুলিশের দায়িত্ব অপরিসীম৷

https://p.dw.com/p/LyNK
দ্যা হেগে ইউরোপোলের দপ্তরছবি: picture-alliance/ dpa

একটি দেশে পুলিশ কাজকর্মে কতটা সক্রিয় সেটা বোঝা সে দেশের অপরাধের মাত্রা বাড়ছে নাকি কমছে সেটা দেখে৷ এদিক থেকে জার্মানি বেশ ভাল অবস্থানে রয়েছে৷ জার্মানিতে অপরাধের মাত্রা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম৷ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে এর তারতম্য লক্ষ্য করা যায়৷ ফেব্রুয়ারি মাসেই জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম ইউরোপীয় পুলিশ কংগ্রেস৷

Max-Peter Ratzel Europol
সুপারকপ রাটসেলছবি: dpa

সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত হল ১৩ তম ইউরোপীয় পুলিশ কংগ্রেস৷ বার্লিনের এই কংগ্রেসে উপস্থিত ছিলেন ইউরোপের ৬০টি দেশ থেকে প্রায় বারো'শ পুলিশ কর্মকর্তা৷ সম্মেলনে উদ্বোধনী ভাষণের মাধ্যমে সবাইকে স্বাগত জানান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থোমাস দেমেজিয়ের৷ ভাষণে তিনি সারা বিশ্বে নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপের দায়-দায়িত্বের কথা বলেন৷ প্রতিটি দেশে নিরাপত্তা জোরদার করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর তিনি জোর দেন৷ এই সহযোগিতার ভাবনা থেকে গড়ে উঠেছে ইউরোপোল৷

ইউরোপীয়ান পুলিশ এনফোর্সমেন্ট এজেন্সি সংক্ষেপে ইউরোপোল৷ ১৯৯৪ সালে নেদারল্যান্ডসের দ্যা হেগে ইউরোপের ২৭টি দেশ থেকে প্রায় ৬০০ জন পুলিশ নিয়ে শুরু হয় ইউরোপোলের শুভযাত্রা৷

Deutschland Polen Grenze auf Usedom Polizei
নিরাপত্তার দায়িত্বে পুলিস কর্মকর্তারাছবি: AP

ইউরোপোলের পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জার্মান পুলিশ মাক্স পেটার রাটসেল৷ তিনি বলেন, ইউরোপোলের সবচেয়ে বড় সুবিধা হল এতগুলো দেশের পুলিশকে একই সময়ে একসঙ্গে জড়ো করা গেছে৷ সবার প্রশ্নের উত্তর হয়তো একসঙ্গে দেয়া সম্ভব নয়৷ তবে সবাই সুযোগ পাবে নিজ ভাষায় প্রশ্ন করার৷ আমরা চেষ্টা করবো এই স্বল্প সময়ের মধ্যে সবাইকে সন্তুষ্ট করতে৷

আমরা রবোকপের নাম শুনেছি৷ ২০০৫ সাল থেকে মাক্স পেটার রাটসেল হচ্ছেন সুপারকপ৷ মাদ্রিদে বোমা হামলার পর তিনি অসাধারণ কর্মদক্ষতার গুণে দ্যা হেগে নিজের আসন বেশ পোক্ত করে নিয়েছেন৷ সেই সঙ্গে ইউরোপোলও তার কাজের গুণে হয়েছে আগের চেয়ে অনেক বেশি সক্রিয়৷

BdT Deutschland Polizei Demonstration in Berlin
জার্মান পুলিশ বাহিনীতে মেয়েদের সংখ্যা বাড়ছেছবি: AP

ইউরোপোল শুধু একটি দেশে নয় কাজ করছে ইউরোপের প্রতিটি দেশে৷ দায়িত্বের পরিধি সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে আরো অনেক দূরে৷ ইউরোপোলের কাজ সম্পর্কে রাটসেল জানালেন, ইউরোপোলের দায়িত্ব, কাজ-কর্মের মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের পুলিশ বাহিনীর সাহায্য এবং সহযোগিতা নিয়ে কাজ করা৷ এর মধ্যে দিয়েই সব অপরাধ দমন সম্ভব৷ ইউরোপোল হচ্ছে এমন একটি সংস্থা যার সংগ্রহে সব ধরণের ডাটা রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো ছাড়াও আরো অন্যান্য দেশ ইউরোপোলকে সাহায্য করছে এই ডাটা সংগ্রহে৷ এসব ডাটা হাতে থাকার কারণেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই কেউ অপরাধ করলে তাঁকে সনাক্ত করা এবং গ্রেপ্তার করা সম্ভব৷

তবে ইউরোপের বহু মানুষ আপত্তি তুলেছেন যে, কোন কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর নজরদারি করছে বলে তারা মনে করেন৷ তাদের অভিযোগ, অপরাধী এবং নিরপরাধীদের মধ্যে তেমন পার্থক্য ধরা পড়ছে না৷ সাধারণ মানুষদের এই অভিযোগ কতটা সঙ্গত, এ প্রশ্নের উত্তরে রাটসেল জানান, মোটেই এ ধরণের কোন ঘটনা ঘটছে না বরং এর উল্টো৷ বিশেষভাবে নজরদারি করা হচ্ছে, সেই অপরাধীদের ধরার জন্য যারা একদেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় বা পালিয়ে বেড়ায়৷ এখানে সন্ত্রাসমূলক কর্মাকান্ডের কথা বলা হচ্ছে৷ কেউ যদি মনে করে কোন কারণ ছাড়া তার ওপর নজরদারি করা হচ্ছে তাহলে অবশ্যই তাকে প্রমাণ করতে হবে যে সে কোন ধরণের অপরাধের সঙ্গে জড়িত নয়৷ সে অধিকার তার রয়েছে৷ তখন তার সম্পর্কে ডাটা সব দেশে পাঠানো হবে না৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক