বার্লিন প্রাচীর | পাঠক ভাবনা | DW | 12.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বার্লিন প্রাচীর

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আমরা৷ কী নেই এতে, সবই আছে৷ সব থেকে প্রিয় বিজ্ঞান প্রযুক্তি, সমাজ জীবন, সংস্কৃতি বিনোদন...

খেলার পাতা ইত্যাদি৷ মঙ্গল গ্রহে মানুষের বসবাস নিয়ে ভিডিও প্রতিবেদন আমাদের ভীষণ ভালো লেগেছে৷ ওয়েবসাইট আপডেট করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে৷ অমর নাথ ও রুমা দাস, উদয়াচল, গোপাল নগর, বর্ধমান, ভারত৷

জার্মানির ডয়চে ভেলের অনুষ্ঠান এতো ভাল লাগে যে একদিন না শুনলে সারাদিনটাই যেন বৃথা হয়ে যায়৷ আপনারা শুনলে আরও অবাক হবেন যে, আমার বন্ধুদের নিয়ে ডয়চে ভেলের অনুষ্ঠান শোনার জন্য বেতার ক্লাব গঠন করেছি৷ মোঃ আবদুর রহিম, নাওডাংগা,ফুলবাড়ি, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আজ সকালের পর্বে বার্লিন প্রাচীর নিয়ে বেশ কয়েকটি গানের বিষয়বস্তু আর তার সুর মুর্ছনার নমুনা সুরের ভুবনে পেলাম৷ দারুণ লাগলো পরিবেশনাটি৷ গতকালের পশ্চিমের জানালায় সন্তান লালন পালনের দায়িত্ব মায়েদের পাশাপাশি বাবারাও পাবেন - এনিয়ে পরিবেশনাটিও বেশ ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷