1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন সন্ত্রাসের আততায়ীর খোঁজ চলেছে

২১ ডিসেম্বর ২০১৬

গোড়ায় যে পাকিস্তানি রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে আততায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়৷ আততায়ী এক বা তার অধিক হতে পারে, যদিও আইএস ‘ইসলামিক স্টেটের একজন সৈন্যের’ কথা বলেছে৷

https://p.dw.com/p/2UdlD
এখানেই হয়েছিল হামলা
ছবি: Reuters/P. Kopczynski

ধৃত ২৩ বছর বয়সি পাকিস্তানির ট্রাকের ভিতরে থাকার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি, ট্রাকের ভিতরে কোনো ফরেনসিক হদিশও পাওয়া যায়নি৷ কাজেই তাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকারি কৌঁসুলির দপ্তর৷

ট্রাকের ভিতরে যে ৩৭ বছরের পোলিশ নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তিনি খুব সম্ভবত ট্রাকটির ড্রাইভার৷ ট্রাকের পোলিশ মালিক আরিয়েল জুরাভস্কি বলেছেন যে, ট্রাক ড্রাইভার তাঁর আত্মীয় এবং দু'জনের সোমবার দুপুর নাগাদ কথা হয়েছে৷ ট্রাক চালক তাঁকে বলেন যে, ট্রাক বার্লিনে পৌঁছেছে ও মঙ্গলবার সকালে তিনি মাল ‘ডেলিভারি’ করবেন৷ কিন্তু সোমবারেই তাঁকে দৃশ্যত ছুরি মেরে ও পরে গুলি করে হত্যা করা হয়৷

সব মিলিয়ে বার্লিন পুলিশ এখন এক বা একজনের বেশি ফেরারি আততায়ীর কথা বলছে, যারা সশস্ত্র এবং বিপজ্জনক৷ কাজেই পুলিশ জনসাধারণকে ‘‘বিশেষভাবে সতর্ক’’ থাকতে বলেছে৷ তার একটি কারণ এই যে, ট্রাক ড্রাইভারকে হত্যার জন্য ব্যবহৃত পিস্তলটিও খুঁজে পাওয়া যায়নি৷ জনসাধারণের তরফ থেকে তদন্তকারীদের কাছে প্রায় ৫০০টি হদিশ পৌঁছেছে, যেগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে৷

ইসলামিক স্টেটের দাবি

তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে সোমবারের আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷ বলেছে, তাদের ‘‘এক সৈন্য’’ নাকি ‘‘ক্রুসেডার জোটের’’ নাগরিকদের উপর আক্রমণ চালিয়েছে৷ কিন্তু এ ধরনের ঘটনায় আইএস সাধারণত তাদের ‘সৈন্য' বা ‘শহিদদের' নামকরণ করে থাকে, এমনকি আক্রমণের আগে তোলা বিবৃতি ও ভিডিও দেখিয়ে থাকে, ক্ষেত্রবিশেষে খোদ আক্রমণের ভিডিও দেখিয়ে থাকে৷ এবার তার কিছুই নেই বলে বিশেষজ্ঞরা আইএস-এর দাবি সম্পর্কে কিছুটা সন্দিগ্ন৷

অন্যদিকে জার্মান তদন্তকারীরা সাবেক পশ্চিম বার্লিনের কেন্দ্রে একটি বড়দিনের বাজারের উপর এই নৃশংস আক্রমণকে একটি সন্ত্রাসবাদী আক্রমণ বলে গণ্য করছেন৷ নিরীহ জনতার উপর ট্রাক ব্যবহার করে এই আক্রমণ গত জুলাই মাসে দক্ষিণ ফ্রান্সের নিস-এ মারাত্মক ট্রাক আক্রমণটির কথা স্মরণ করিয়ে দেয় – বলেছেন জার্মানির সর্বোচ্চ সরকারি কৌঁসুলি পেটার ফ্রাঙ্ক৷ ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কার্বি বলেছেন যে, এই আক্রমণের ‘‘অতীতের বিভিন্ন আক্রমণের সঙ্গে সাদৃশ্য আছে৷’’ অপরদিকে তিনি যোগ করেন যে, আইএস-এর দাবি সমর্থন করার মতো পর্যাপ্ত তথ্য মার্কিন কর্মকর্তাদের কাছে নেই৷

এসি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য