1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বার্লিন সিডি কিনলে সব ফাঁস করে দেব’,হুমকি হিয়ার-এর

১৫ ফেব্রুয়ারি ২০১০

সুইসজারল্যান্ডের ব্যাঙ্কগুলির গোপন তথ্য জার্মান সরকার কিনে নিলে তার বদলা হিসেবে জার্মান রাজনীতিবিদদের আয়কর বিষয়ে যাবতীয় কুকর্মের তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন সুইস সাংসদ আলফ্রেড হিয়ার৷

https://p.dw.com/p/M19k
এরকমই একটি সিডি কিনতে চাইছে বার্লিনছবি: Bilderbox

শনিবারের বিল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে সুইস সাংসদ আলফ্রেড হিয়ার-এর একটি চাঞ্চল্যকর সাক্ষাত্কার৷ সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী রাজনৈতিক দল এসভিপি-র সাংসদ হিয়ার ওই সাক্ষাত্কারে সাফ বলে দিয়েছেন, জার্মানিতে আয়কর ফাঁকি দেওয়ার তথ্য যদি একটি সিডির মাধ্যমে বার্লিন কিনে নেয়, তাহলে জার্মানির রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতি থেকে শুরু করে সমাজের ওপরতলার ব্যক্তিদের আয়কর ফাঁকি দেওয়ার যাবতীয় তথ্য নামধাম সহ ফাঁস করে দেবেন তিনি৷

প্রসঙ্গত, অতি সম্প্রতি সুইজারল্যান্ড এবং লিস্টেনস্টাইনের ব্যাঙ্কগুলিতে জার্মানিতে আয়কর ফাঁকি দিয়ে বিপুল অর্থ গচ্ছিত রাখা যাবতীয় অ্যাকাউন্টের তথ্যসমৃদ্ধ সিডি ব্যাপক দাম দিয়ে কিনে নেবে বলে ঘোষণা করেছে বার্লিন৷ তার প্রেক্ষিতেই সুইস সাংসদ হিয়ার-এর এই হুমকি৷ তাঁর বক্তব্য, বার্লিন যদি সরকারিভাবে সুইস এবং লিস্টেনস্টাইনের ব্যাঙ্কের তথ্য কিনে নেয়, সেক্ষেত্রে এইসব ব্যাঙ্কে জার্মান রাজনীতিবিদ, বিচারপতি প্রমুখের অ্যাকাউন্টের যাবতীয় খবর প্রকাশ্যে নিয়ে আসবে সুইস সরকার৷

Flash-Galerie Deutschland 100 Tage schwarz-gelb Wolfgang Schäuble Bundeshaushalt
জার্মান অর্থমন্ত্রী ভল্ফগ্যাং শয়েবলেছবি: AP

সুইজারল্যান্ডের সাংসদ তথা আয়করদাতাদের ফেডারেশনের প্রেসিডেন্ট আলফ্রেড হিয়ার-এর এই হুমকি আয়কর ফাঁকি প্রসঙ্গকে নতুন মোড় দিতে পারে বলে মনে করা হচ্ছে৷ ফেব্রুয়ারির গোড়াতেই জার্মান অর্থমন্ত্রী ভল্ফগ্যাং শয়েবলে জানান, দেড় হাজার আয়কর ফাঁকি দেওয়া জার্মান নাগরিকের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসমৃদ্ধ একটি সিডি জার্মান সরকার আড়াই মিলিয়ন ইউরো দিয়ে কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ এর পরপরই একই ধরণের সিডি কেনার প্রস্তাব আসে জার্মানির বাডেন উয়েরটেমবার্গ প্রদেশের সরকারের কাছেও৷ যাতে রয়েছে আরও দুই হাজার আয়কর ফাঁকি দেওয়া জার্মান নাগরিকের যাবতীয় গোপন অ্যাকাউন্টের তথ্য৷ বিষয়টি নিয়ে জার্মানিতে ব্যাপক হারে আলাপ আলোচনাও শুরু হয়ে গেছে৷

সুইজারল্যান্ড আর লিস্টেনস্টাইনের মত দেশগুলির ব্যাঙ্কগুলিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধনীব্যক্তিরা মূলত তাঁদের কালো টাকা গচ্ছিত রাখেন৷ এই ধরণের আয়কর ফাঁকি দেওয়ার বন্দোবস্তো অবশ্যই প্রশ্নের মুখে রয়েছে বেশ কিছুদিন ধরে৷ কিন্তু জার্মানি সম্প্রতি ওইসব অ্যাকাউন্টের সিডি কেনার ঘোষণা করার পর থেকে বিশেষ করে প্রতিবেশী দেশ সুইজারল্যান্ড এখন বার্লিনের ওপর খাপ্পা৷ দুই দেশের সম্পর্কের মধ্যেও খানিকটা অস্বচ্ছতা দেখা দিয়েছে এই বিষয়টিকে ঘিরে৷ সুইজারল্যান্ডের বক্তব্য, সরকারিভাবে এই ঘোষণা করে বার্লিন তাদের ব্যাঙ্কিং ব্যবস্থার গোপনীয়তার ওপর প্রকাশ্যে হামলা করতে চাইছে৷ এখন বার্লিন কীভাবে সুইস সাংসদ আলফ্রেড হিয়ার-এর হুমকির মোকাবিলা করে, সেটা অবশ্যই দেখার বিষয়৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- আরাফাতুল ইসলাম