1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগের ড্র

১৪ ডিসেম্বর ২০১৫

সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়নস লিগের প্রিকোয়ার্টারফাইনাল ড্র-তে কিছু জমকালো জুটি পাওয়া গেছে৷ বার্সেলোনা, বায়ার্ন ছাড়াও রেয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে রোমা-র, চেলসিকে খেলতে হবে পারি স্যাঁ-জ্যার্মাঁর সঙ্গে৷

https://p.dw.com/p/1HN3o
Champions League Auslosung
ছবি: Getty Images/AFP/F. Coffrini

এবারকার দুই ফেবারিট, বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদ, উভয় দলকেই ইটালিয়ানদের মোহড়া নিতে হবে৷ অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে পিএসভি আইন্ডহোফেন-এর সঙ্গে; ম্যানচেস্টার সিটি খেলবে ডায়নামো কিয়েভের সঙ্গে; জেনিট সেন্ট পিটার্সবার্গ খেলবে বেনফিকা লিসাবন-এর সঙ্গে; আর জার্মান বুন্ডেসলিগার ভোল্ফসবুর্গ খেলবে বেলজিয়ামের গেন্ট দলের সঙ্গে৷

Champions League Auslosung
ছবি: Getty Images/AFP/F. Coffrini

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দলগুলোও যেমন পরস্পরের চেনা, তেমন অনেক প্লেয়ারও ক্লাব-ফেরতা৷ যেমন বার্সেলোনা আর্সেনালকে হারিয়েছে ২০০৯-১০ সালের কোয়ার্টারফাইনালে আর ২০১০-১১ সালের প্রিকোয়ার্টারফাইনালে৷ বায়ার্ন ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ জেতার পথে জুভেন্টাসকে হারায় ২০১২-১৩ সালের কোয়ার্টারফাইনালে৷ ওদিকে বায়ার্নের কিংসলে কোমান এবং আর্তুরো ভিদাল ফিরছেন তাদের পুরাতন মাঠে৷

তবে ক্লাবে ক্লাবে মোলাকাতের একটা নিজস্ব ইতিহাস ও ধারাবাহিকতা আছে৷ গত দুই মৌসুমেই চেলসি আর পিএসজি-র পরস্পরের সঙ্গে মোলাকাত হয়েছে৷ চেলসি ২০১৩-১৪ সালের কোয়ার্টারফাইনালে জেতে; পিএসজি অ্যাওয়ে গোলের কল্যাণে প্রিকোয়ার্টারফাইনালে এগিয়ে যায়৷ ওদিকে রোমা আর রেয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে ২০০১-০২ সালের মৌসুম যাবৎ আটবার পরস্পরের মুখোমুখি হয়েছে৷

ড্র-য়ের পর প্রাথমিক প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই অর্থপূর্ণ৷ চেলসির জেনারেল সেক্রেটারি ডেভিড বার্নার্ড বলেছেন, ‘‘প্যারিস সম্পর্কে আমাদের অজানা বিশেষ কিছু নেই৷'' অপরদিকে পিএসজি-র স্পোর্টস ডাইরেক্টর অলিভিয়ে ল্যতাঁ বলেছেন, ‘‘আমরা উচ্চাভিলাষী৷ প্রস্তুতির জন্য আমাদের হাতে আড়াই মাস সময় আছে৷''

ফেরা যাক বায়ার্নে, যারা নাকি রেয়াল মাদ্রিদের সঙ্গে এ মৌসুমের জয়েন্ট ফেবারিট৷ জুভেন্টাস-এর প্রতিনিধি পাভেল নেডভেড-এর মন্তব্য হলো, ‘‘সকলেই বার্সা আর বায়ার্নকে এড়াতে চেয়েছিল কাজেই আমাদের কপাল খারাপ৷ তবে বায়ার্নও জুভে-কে ড্র করে খুব খুশি হয়নি৷''

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য