1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন কোচের গন্তব্য কোথায়?

মার্ক হালাম/জেডএইচ২ মে ২০১৩

বায়ার্ন মিউনিখের ৬৭ বছর বয়সি কোচ ইয়ুপ হাইঙ্কেস৷ তাঁর অধীনে এবার রেকর্ড সময়ে, অর্থাৎ, ছয় ম্যাচ বাকি থাকতেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ৷ তবে চলতি মৌসুমই নাকি শেষ অধ্যায়৷

https://p.dw.com/p/18QAW
ARCHIV - Trainer Jupp Heynckes vom FC Bayern München lächelt am 01.12.2012 in München (Bayern). 1000 Mal Bundesliga - das hatte sich Jupp Heynckes beim Debüt als 20 Jahre junger Spieler nicht ausgemalt. Die Partie gegen Bremen mit dem «kleinen Jubilar» Schaaf (750. Partie) ist für die Bayern vor allem aber eine Art Warm-up für das Pokalduell mit Dortmund. Foto: Marc Müller/dpa (zu dpa-Korr.: "«Imposante Zahl»: Heynckes macht 1000 voll - Warm-up für Robben« vom 22.02.2013) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

কিন্তু সফল এই কোচ আগামী মৌসুম থেকে আর বায়ার্নে থাকছেন না৷ কারণ ইতিমধ্যে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বার্সেলোনার সাবেক তারকা কোচ পেপ গুয়ার্দিওলাকে৷

গত জানুয়ারিতে বায়ার্ন যে সংবাদ বিজ্ঞপ্তিতে গুয়ার্দিওয়ালার নিয়োগের খবর জানায় তাতেই বলা হয়েছিল যে হাইঙ্কেস অবসরে যাচ্ছেন৷

বায়ার্নের এই সিদ্ধান্তে অবশ্য বিরক্ত প্রকাশ করেন হাইঙ্কেস স্বয়ং৷ কেননা যেভাবে তাঁকে জোর করে অবসরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বায়ার্ন, সেটা তাঁর পছন্দ হয়নি৷ ‘‘এটা (অবসরে যাওয়া) এমন এক সিদ্ধান্ত যেটা আমি নিজে ঘোষণা করবো এবং এজন্য আরও কয়েক মাস সময় রয়েছে,'' সেসময় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হাইঙ্কেস৷

বায়ার্ন তাঁকে সুপারভাইজরি বোর্ডে রাখার প্রস্তাব দিয়েছে৷ কিন্তু হাইঙ্কেস জানিয়ে দিয়েছেন ওটা তাঁর জায়গা নয়৷

Bayern head coach Jupp Heynckes gestures during the Champions League semifinal first leg soccer match between Bayern Munich and FC Barcelona in Munich, Germany, Tuesday, April 23, 2013. (AP Photo/Matthias Schrader)
বায়ার্ন মিউনিখের ৬৭ বছর বয়সি কোচ ইয়ুপ হাইঙ্কেস...ছবি: picture-alliance/dpa

সেই হাইঙ্কেসকে ঘিরে এখন অনেক গুজব শোনা যাচ্ছে৷ শালকে, অ্যাথলেটিক বিলবাও, রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা বিভিন্ন ক্লাবে তিনি যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে৷

এর আগে রেয়ালের সঙ্গে ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনি৷ আর বায়ার্নকে জিতেয়েছেন তিনটি লিগ শিরোপা৷ যার প্রথম দুটি এসেছিল ১৯৮৯ ও ৯০ সালে৷

জার্মানির হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশীপ জেতা হাইঙ্কেস খেলোয়াড় আর কোচ হিসেবে প্রায় দেড় হাজার ম্যাচের সঙ্গে যুক্ত ছিলেন৷ এর মধ্যে বুন্ডেসলিগার হয়েছে রয়েছে এক হাজারেরও বেশি ম্যাচ৷

খেলোয়াড় হিসেবে গত শতকের সত্তরের দশকে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের হয়ে চারবার লিগ শিরোপা জেতেন তিনি৷ বুন্ডেসলিগায় তিনি ২২০টি গোল করেছেন, যেটা এখনো পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য