1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার হরতাল

২৮ জানুয়ারি ২০১১

বিএনপি নেতারা মনে করেন জাতীয় সংসদের উপ-নির্বাচনে প্রমাণ হলো সরকারের জনপ্রিয়তা কমেছে৷ তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন সরকার প্রমাণ করেছে সদিচ্ছা থাকলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব৷

https://p.dw.com/p/106Js
Bangladeshis, vote, tight, security, election, Bangladesh, উপনির্বাচন, অনিয়ম, অভিযোগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া, হরতাল, বাংলাদেশ,
উপনির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপি’রছবি: Mustafiz Mamun

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং হবিগঞ্জ-১ আসন ২টি ছিল আওয়ামী লীগের৷ কিন্তু উপনির্বাচনে হবিগঞ্জের আসনটি হারাতে হয়েছে৷ সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন৷ একে সরকারের জনপ্রিয়তা কমার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, সরকার গত দু'বছরে তার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে৷ সাধারণ মানুষ যে অত্যাচার-নির্যাতন পছন্দ করে না এটিই তার প্রমাণ৷

তিনি বলেন, বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন কমিশন যদি সেনাবহিনী মেতায়েন করতো তাহলে ব্রাহ্মণবাড়িয়ায়ও বিএনপি প্রার্থী জয়ী হতো৷ নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করলেও ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্র দখল এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে৷ সেকারণেই রোববার সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে৷

অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আফজাল হোসেন মনে করেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে রাজনৈতিক সদিচ্ছা এবং স্বাধীন নির্বাচন কমিশন থাকলে রজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব৷ শুধু উপনির্বাচন নয় পৌর নির্বাচনেও তার প্রমাণ দিয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া ছিল আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি৷ আওয়ামী লীগ সে প্রতিশ্রুতি পালন করেছে৷

তিনি ডয়চে ভেলেকে বলেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগ তার একটি আসন হারিয়েছে এ দিয়ে জনপ্রিয়তা কমেছে তা বলা ঠিক হবে না৷ আওয়ামী লীগ তার ৫ বছর মেয়াদ শেষ করে জাতীয় নির্বাচনেই জনপ্রিয়তার প্রমাণ দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই