1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি কর্মীদের মুখে কৃষ্ণ নাম!

২৪ এপ্রিল ২০১৮

সাম্প্রদায়িক রাজনীতির ভীষণ কুৎসিত এক দৃষ্টান্ত দেখালেন লন্ডন বিএনপির নেতা-কর্মীরা৷ নইলে কোনো রাজনৈতিক প্রতিবাদ সমাবেশে কেউ ‘হরে কৃষ্ণ, হরে রাম – শেখ হাসিনার বাপের নাম' স্লোগান দেয়?

https://p.dw.com/p/2wXhm
Screenshot Protest gegen Premierminister Sheik Hasina
ছবি: Facebook/J. Raaj

হ্যাঁ ঠিক এই স্লোগানটি ব্যবহৃত হয়েছে লন্ডনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ভাইরাল হয়ে গেছে৷

রোববার লন্ডন সফরের সময়প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানকার একটি স্থানে বক্তব্য দিতে গিয়েছিলেন৷ সেই স্থানের বাইরে বিএনপি নেতা-কর্মীরা ঢোল, করতাল বাজিয়ে স্লোগান দিচ্ছিলেন, ‘‘হরে কৃষ্ণ, হরে রাম– শেখ হাসিনার বাপের নাম'৷ ভিডিওটি ধারণ করেন জুয়েল রাজ নামে এক লন্ডন প্রবাসী এবং সেটি ফেসবুকেও পোস্ট করেন৷ মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷

অন্যান্যদের মধ্যে ব্লগার অজন্তা দেব রায়ও ভিডিওটি পোস্ট করেছেন, যেটি এখন পর্যন্ত প্রায় ১ লাখ বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে দেড় হাজার বারের মতো৷ অজন্তা পোস্টে লিখেছেন, ‘‘কতটা ঘৃণা মনে ও মগজে থাকলে এমনটা করা সম্ভব, ভাবা যায়? তলে তলে সাম্প্রদায়িকতা পোষা বিএনপি প্রকাশ্যে এত নির্লজ্জভাবে তার সাম্প্রদায়িক রূপের প্রকাশ ঘটিয়েছে যে, এরা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল ভাবতেও ঘেন্না হচ্ছে৷'' পোস্টে তিনি সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদের আহ্বানও জানিয়েছেন৷ ভিডিওর নীচে মন্তব্য করেছেন অনেক মানুষ৷ বেশিরভাগই এর প্রতিবাদ জানিয়েছেন৷

জুয়েল রাজ লিখেছেন, ‘‘লন্ডনের রাস্তায় ইসকনের মতো ঢোল-করতাল নিয়ে, দু'বাহু তুলে হরিনাম সংকীর্তন গাইছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা!! যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক দাঁড়িয়েথেকে হিন্দু ধর্মকে বিকৃত করে, উপহাস করে স্লোগান দিচ্ছেন, যা রীতিমতো ধর্মীয় বিদ্বেষ৷ একবার এর বিপরীত চিত্র ভাবুন৷ ইসলাম ধর্ম নিয়ে বিএনপি উপহাস করে কোনো স্লোগান দিচ্ছে সেই ক্ষেত্রে কী পরিণতি হতো!''

এপিবি/এসিবি