1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিএনপি চায় না যুদ্ধাপরাধীদের বিচার হোক’- হাসিনা

১৩ ফেব্রুয়ারি ২০১১

শেখ হাসিনা বলেছেন, জনমতের ভয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পারছে না৷ তাই যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা নানা ষড়যন্ত্র করবে৷খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কারসাজি করা হচ্ছে৷

https://p.dw.com/p/10GQD
প্রধানমন্ত্রী, আওয়ামী, লীগ, সভাপতি, শেখ, হাসিনা, বিএনপি, যুদ্ধাপরাধী, বিচার, হোক, Bangladesh, Hasina, BNP, Dhaka, Politics, Current Affairs,
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাছবি: picture-alliance / dpa

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার যাতে সফল না হতে পারে সেজন্য বিএনপি-জামাত জোট পদে পদে বাধা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷ তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় তারা এমন পরিস্থিতির সৃষ্টি করতে চাইবে যাতে দেশের জনগণ বর্তমান সরকারের ওপর বিরক্ত হয়, মুখ ফিরিয়ে নেয়৷ বিরোধী দল বিএনপি এতো সহজে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনমতের ভয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পারছে না৷ কিন্তু তারা জানে, এ সরকার ক্ষমতায় থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হবেই৷ তাই যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা নানা ষড়যন্ত্র করবে৷

শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেয়া বক্তব্যে এসব কথা বলেন৷ গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শেখ হাসিনা এসব ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে কোন ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করার শক্তি ও আত্মবিশ্বাস বর্তমান সরকারের আছে৷

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর নানা কারসাজি করা হচ্ছে৷ এক শ্রেণীর ব্যবসায়ী এই কৃত্রিম সংকট সৃষ্টি করছে৷ সারাবিশ্বে দ্রব্যমূল্য এতো বেড়েছে যা অতীতে কখনও হয়নি৷ জামানতের টাকা বাজেয়াপ্ত হলেও ব্যবসায়ীরা আমদানি করতে চাইছে না৷ এর মধ্যে অন্য কারসাজিও থাকতে পারে৷ এ কারণে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে৷

পৌরসভা ও দুটি উপ-নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্থানীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে৷ এটাই আমাদের ও গণতন্ত্রের বিজয়৷ বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে নজির সৃষ্টি করেছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই