1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-ছাত্রলীগ সংর্ঘষে গুলিবিদ্ধ তিনজন

২৯ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জে বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন৷ পুলিশ দুইজনকে আটক করেছে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির এ ঘটনায়৷

https://p.dw.com/p/43bbJ
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/O. Killig

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান আড়াইহাজার বাজার এলাকায় রোববার রাত রাতের এ ঘটনার কথা জানান৷ তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে রোববার বিকেলে বাজার এলাকায় স্থানীয় ছেলেদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়৷ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনুর লোকজন ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহম্মেদের লোকজনের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়৷

গুলিবিদ্ধ তিনজন মো. রাসেল (৩৫), রায়হান (২১) ও হাকিম মিয়ার (২২) বাড়ি ওই এলাকায়৷গুলিবিদ্ধ তিনজনর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আরিফ ভূঁইয়া৷ 

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু এবং ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহম্মেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা সাড়া দেননি৷

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানিয়েছেন ওসি আনিচুর রহমান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য