1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি হুমকি দিল প্রতিরোধ আন্দোলনের

১৭ অক্টোবর ২০১০

সেটাই রবিবার বাংলাদেশের পত্র-পত্রিকাগুলোর মূল খবর৷ কিন্তু গুরুত্ব পেয়েছে ভারতীয় ছিটমহলে হামলা-আগুনের ঘটনা৷ এবং সেই সঙ্গে শুভ বিজয়া দশমী৷

https://p.dw.com/p/Pg0B

ভারতীয় ছিটমহলে প্রায় দু'শো বাড়ি পুড়িয়েছে দুহাজার মানুষের ক্ষিপ্ত জনতা৷ কিন্তু কেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে যে, শুক্রবার ভোরে বাংলাদেশের হাড়িভাষা বাজারের রমজান মেকার ছিটমহলের বাসিন্দাদের পিটুনিতে প্রাণ হারান৷ তিনি নাকি ডাকাতি করতে এসেছিলেন, বলে অভিযোগ করেছে ছিটমহল নাগরিক কমিটি৷ ওদিকে জনকণ্ঠের খবর, জমি নিয়ে বিরোধ এবং জমি দখল করতে গিয়েই গণপিটুনিতে নিহত হন রমজান৷ পরে নাকি তাঁর লাশ ছিটমহলের অভ্যন্তরে মাটি চাপা দিয়ে গুম করার চেষ্টা করা হয়৷ আরেকটি খবর হল, রমজানের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ছিটমহলের তিনজন নাগরিককে জিয়াবাড়ী হাটের কাছে জনতা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়৷

শুভ বিজয়া দশমী


গতকাল মহানবমীর বিকেলে প্রধানমন্ত্রী গিয়েছিলেন পূজামণ্ডপ পরিদর্শনে৷ প্রায় প্রতিটি পত্রিকায় বড় করে জায়গা নিয়েছে হিন্দুদের এই মহোৎসব৷ এবং তা শুধু বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার প্রেক্ষিতেই নয়৷ প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন: ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়৷ তাই জনকণ্ঠ লিখছে দুর্গতিনাশিনী, মহাশক্তি দেবী দুর্গার মর্তলোক ছেড়ে যাবার কথা৷ লিখেছে মহানবমীর চণ্ডীপাঠ, শাপলা, শালুক, বলিদানের মাধ্যমে দেবীর পূজার কথা৷ বিজয়া দশমীতে দেবীর নিরঞ্জন থেকে শান্তিজল, কোনো আচার-আচরণই তো বাংলাদেশে অজ্ঞাত নয়৷ সমকাল লিখছে বিরামহীন ঢাকের বাদ্য, শঙ্খ, উলুধ্বনির কথা৷ ভোরের কাগজে দুর্গাপূজার শাস্ত্রগত তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে৷ এবং সব পত্রিকাতেই বিজয়া দশমীর শোভাযাত্রা ইত্যাদি কর্মকাণ্ডের আগাম খবর রয়েছে৷

বিএনপি'র তিন দিনের কর্মসূচি ঘোষণা


আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন খালেদা জিয়া৷ অপরদিকে সরকারপক্ষও নাকি ‘হার্ডলাইন' কৌশলে সেই আন্দোলনের মোকাবিলা করবে, বলে আন্দাজ করছে ভোরের কাগজ৷ আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টার কঠোরভাবে মোকাবিলা করবে সরকার৷ আসলে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনচাপার ঘটনা থেকে নাটোরে উপজেলা চেয়ারম্যানকে লাঠিপেটা করে খুন, সব কিছুই ইন্ধন জুগিয়েছে৷ কিন্তু এখন সরাসরি প্রতিরোধ আন্দোলনের কথা বলেছেন খালেদা জিয়া৷ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও সেই সূত্র ধরেই ধাপে ধাপে আন্দোলন জোরদার করার কথা বলেছেন৷ ওদিকে ইত্তেফাক জানাচ্ছে, ‘‘আন্দোলনে মিত্রের সন্ধানে বিএনপি''৷ বিএনপি নাকি বর্তমানে জামায়াতে ইসলামীর উপর ‘‘তেমন একটা'' ভরসা করতে পারছে না, এবং সেই কারণে ‘‘ছোট ছোট সমমনা দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে''৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম