1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভে বচ্চন, বিপাকে সঞ্জু

২৬ এপ্রিল ২০১০

কলম্বো যাচ্ছেন বলে তামিলদের বিক্ষোভের মুখে পড়লেন অমিতাভ বচ্চন৷ ওদিকে, আজমের শরিফে গিয়ে ফ্যানেদের জ্বালায় জেরবার সঞ্জয় দত্ত৷

https://p.dw.com/p/N68K
বাড়ির সামনে বিক্ষোভ ভালোই সামলেছেন বিগ বিছবি: UNI

বচ্চনের বাড়িতে বিক্ষোভ

মুম্বইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’র সামনে কয়েকশো তামিল প্রবল বিক্ষোভ দেখালেন রবিবার৷ অভিযোগ, অমিতাভ কেন কলম্বো যাচ্ছেন? আগামী জুন মাসে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান অতিথি হয়ে কলম্বোয় যাবেন বলে কথা দিয়েছেন অমিতাভ৷ তামিলদের অভিযোগ, শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার তামিলদের ওপর ব্যাপক দমননীতি চালিয়েছে৷ যুদ্ধ বাধিয়ে উত্খাত করেছে তাদের৷ সেই তামিল দমন সরকারের আমন্ত্রণে যাবেন বলিউডের বিগ বি? তামিলদের প্রতি কী তাঁর বিন্দুমাত্র সমবেদনা নেই ? বিক্ষোভ আন্দোলনের নেতা সি রাজেন্দ্রন এইসব অভিযোগই জোরগলায় জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷ বিক্ষোভকারীদের একটি মিছিল নিয়ে প্রতীক্ষা থেকে রাজেন্দ্রন এরপর যান অমিতাভর আরেকটি বাংলো ‘জলসা’য়৷ সেখানে বিগ বি-র সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ তামিল সংগঠনের পক্ষ থেকে বচ্চন সাহেবকে অনুরোধ জানানো হয়, শ্রীলঙ্কায় গিয়ে তিনি যেন রাজাপাকসে সরকারের হাতে তুলে দেন সেই স্মারকলিপি৷ যাতে শ্রীলঙ্কার তামিলদের অবর্ণনীয় অনস্থার বর্ণনাও রয়েছে৷ রাজেন্দ্রন সাংবাদিকদের জানান, এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধে দেড় লক্ষ তামিল নিহত হয়েছেন শ্রীলঙ্কায়৷ এখনও সেদেশে বসবাসকারী সাড়ে তিন লক্ষ তামিল চরম দুর্দশার মধ্যে রয়েছেন৷ অমিতাভ নাকি এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তামিল নেতাদের৷ আর বিক্ষোভকারীরা তাঁর বাংলোর সামনে থেকে সরে যায় সেই প্রতিশ্রুতি পাওয়ার পর৷

Der Bollywood-Schauspieler und Generalsekretär der Samajwadi Party Sanjay Dutt
মুন্নাভাইয়ের কাছে ‘জাদু কি ঝাপ্পি’ দাবি করেছিল জনতাছবি: UNI

আজমের শরিফে গিয়ে বিপাকে মুন্নাভাই

আজমের শরিফে প্রার্থনা করতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন বলিউডের নামজাদা হিরো সঞ্জয় দত্ত বা সঞ্জুবাবা৷ দুই বন্ধুর সঙ্গে কাউকে কিছু না জানিয়ে সঞ্জয় আজমের শরিফে যান কয়েকদিন আগে৷ পবিত্র দরগায় ঢোকার সময়ে হিরোর তেমন কোন অসুবিধা হয়নি৷ কিন্তু, তিনি যখন ভিতরে ঢুকে গভীর মনোযোগের সঙ্গে প্রার্থনা করছেন, তখন কীভাবে যেন রটে যায় যে স্টার সঞ্জুবাবা রয়েছেন দরগার মধ্যে৷ ব্যস, যেন ভোজবাজির মত কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ফ্যান এসে হাজির৷ ব্যাপার দেখে সঞ্জয় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন৷ কিন্তু জনতা যেতে দিলে তো! শুরু হয়ে যায় ঠেলাঠেলি ধাক্বাধাক্বি৷ সঞ্জয় আর তাঁর বন্ধুদের ছোঁয়ার জন্য মানুষের পরিত্রাহি চেষ্টা৷ সকলেরই দাবি, মুন্নাভাইয়ের কাছে ‘জাদু কি ঝাপ্পি' মানে সেই বিখ্যাত সর্বরোহর আদর চাই তাদেরও৷ কয়েকজনকে সেই ‘ঝাপ্পি’ মানে গলা জড়িয়ে আদর করেনও সঞ্জয়৷ কিন্তু একা সঞ্জয়ের পক্ষে হাজার হাজার মানুষকে ‘ঝাপ্পি’ দেওয়া কী সম্ভব ? প্রায় তিনঘন্টা সেই দরগায় ভিড় কবলিত হয়ে কাটানোর পর পুলিশ এসে উদ্ধার করে সঞ্জুবাবাকে৷ ভাগ্যিস!

প্রতিবেদক-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম