1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিগ বি’ এবার মাঠে চাষ করতে নামলেন

২৬ নভেম্বর ২০১০

নাম অমিতাভ বচ্চন৷ পেশায় চাষি৷ একদিনের জন্য লাঙল ধরে তা প্রমাণ করারও চেষ্টা করলেন ভারতের উত্তর প্রদেশে নিজের সদ্য কেনা জমিতে৷

https://p.dw.com/p/QIhJ
অমিতাভ বচ্চনছবি: UNI

ভারতে কৃষিজমির মালিকানা বেশ স্পর্শকাতর বিষয়৷ টাকা থাকলেই চাষের জমি কিনে নেওয়া, তা ফেলে রাখা অথবা সেখানে চাষাবাদের বদলে অন্য কাজ করা সহজে মেনে নেওয়া হয় না৷ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও কয়েক বছর আগে নিজেকে ‘কৃষক' হিসেবে তুলে ধরে মহারাষ্ট্রে কিছু জমি কিনেছিলেন, যা নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল৷

এবার আর কোনো ঝুঁকি নেন নি ‘বিগ বি'৷ স্ত্রী জয়া ও ছেলে অভিষেক সহ তিনি উত্তর প্রদেশের বীজ উন্নয়ন কর্পোরেশনে কৃষক হিসেবে নাম লিখিয়েছেন, তারপর লক্ষ্ণৌ জেলার মুজফ্ফরনগর গ্রামে তিনজনের নামেই প্রায় ৬ হেক্টর জমি কিনে রেজিস্ট্রি করিয়েছেন৷ সেই জমিতে গম চাষ করবেন তিনি৷ শুধু তাই নয়, শর্ত অনুযায়ী মার্চ মাসে কর্পোরেশনের কাছে নিজের জমিতে উৎপাদিত গম বিক্রিও করবেন বলে জানিয়েছেন৷

লক্ষ্ণৌ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে বুধবার সদ্য কেনা জমিতে পা রাখলেন সস্ত্রীক অমিতাভ বচ্চন৷ ৬৮ বছরের এই তরুণ প্রথমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন, তারপর মাঠে নেমে বীজ বপন করেন৷ কিন্তু অসময়ের বৃষ্টির কারণে কিছুটা বিরক্ত হন তিনি৷ কাজ যে বন্ধ হয়ে যাচ্ছে৷ ফসলের ক্ষতিও হতে পারে বেল আশঙ্কা বচ্চনের৷

সুপারস্টার নিজের ব্লগে লিখেছেন, ‘‘সদ্য কেনা জমিতে প্রথমবার এলাম৷ এমন কিছু বড় নয়, তবে নিজেদের রেজিস্ট্রি করা জমি বলে কথা৷ খুব উৎসাহ পাচ্ছি, বড় আনন্দ হচ্ছে৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম