1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সহ সংসদের শক্তি বাড়ানোর উদ্যোগ

৭ এপ্রিল ২০১১

বিশেষ কমিটি সংবিধান সংশোধনের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ করে এনেছে৷ অনুচ্ছেদ ৯৬ পুনর্বহালের মাধ্যমে এই ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব আনা হচ্ছে৷

https://p.dw.com/p/10p5d
বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

বাহাত্তরের সংবিধান পুনর্বহালের উদ্যোগ

দৈনিক কালের কণ্ঠর শিরোনাম ‘বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাচ্ছে সংসদ'৷ সংবিধানের অনুচ্ছেদ ৯৬ পুনর্বহালের মাধ্যমে এই ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব আনা হচ্ছে৷ তাছাড়া প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ-সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হচ্ছে৷ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, উচ্চ আদালতের কোনো বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠলে জাতীয় সংসদ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে৷ জানা গেছে, বিশেষ কমিটি সংবিধান সংশোধনের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ করে এনেছে৷ আগামী ১২ এপ্রিল কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে৷ দৈনিক সমকাল সেইসঙ্গে জানিয়েছে, বৈঠকে সংরক্ষিত মহিলা আসন বাড়ানো, টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনে অংশ নেওয়া এবং ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে সংসদ সদস্যদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়৷

Scheich Hasina Wazed
আমাদের স্বাধীনতাকে যারা আজো মেনে নেয়নি তারা বসে নেই: শেখ হাসিনাছবি: picture-alliance / dpa

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে শেখ হাসিনার সতর্কতাবাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ দৈনিক ইত্তেফাক প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করেই যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হবে৷ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সাথে আলোচনাকালে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের স্বাধীনতাকে যারা আজো মেনে নেয়নি তারা বসে নেই৷ তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে৷ তারা যতই ষড়যন্ত্র করুক না কেনো, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে৷ অন্যায়কারীরা রেহাই পাবে না৷'' যুদ্ধাপরাধীদের বিচারে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন৷

গ্যাস-সংযোগ নিয়ে যে সংকট

বাংলাদেশে গ্যাস সংকট নিয়ে দৈনিক প্রথম আলো'র সম্পাদকীয়র শিরোনাম ‘গ্যাস-সংযোগ বন্ধ সমাধান নয়'৷ তাতে লেখা হয়েছে, বিপুল ঘাটতি নিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া কিংবা জনগণের চাহিদা মেটানো কঠিন৷ বছর খানেক আগে পেট্রোবাংলা নতুন আবাসিক ভবনে গ্যাস-সংযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷ তখন বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন বাড়লে ফের সংযোগ দেওয়া হবে৷ কিন্তু এখন সেই স্থগিতাদেশ স্থায়ী রূপ নিতে যাচ্ছে৷ আবাসিক ভবনে গ্যাস-সংযোগ স্থগিত করা হয়েছিল শিল্প-কারখানায় সরবরাহ ঠিক রাখার দোহাই দিয়ে৷ কিন্তু এখন শিল্প-কারখানাগুলোরও বেহাল অবস্থা৷ তবে এর সবটাই জোড়াতালি দেওয়া সমাধান৷ জ্বালানি সমস্যার টেকসই সমাধানের জন্য কেবল গ্যাসের ওপর নির্ভর না করে এর সব উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়