‘বিজ্ঞান বিষয়ক তথ্য ভালো লাগে’ | পাঠক ভাবনা | DW | 22.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিজ্ঞান বিষয়ক তথ্য ভালো লাগে’

জার্মানিতে জনপ্রিয় হয়ে উঠা বাড়ির বিকল্প হিসেবে নৌকা, কনটেনার বা সার্কাসের গাড়িতে বসবাস করা এবং পাউরুটির দেশ জার্মানি – এই সব বিষয় নিয়ে ছবিঘরের উপস্থাপনা বেশ আকর্ষণীয় লাগলো৷

ভীষণ ভালো লাগে ওয়েবসাইটের বিজ্ঞান পরিবেশ শীর্ষক পাতাটি৷ আমার মনে হয় বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে নিত্য নতুন খবর জানার জন্য এই পাতাটির ও অন্বেষণ অনুষ্ঠানটির কোনো জুড়ি নেই৷ বিশ্বের আর কোনো বেতার কেন্দ্র বিজ্ঞান ও পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা ডয়চে ভেলের মতো এত নিবিড়ভাবে তুলে ধরেছে কিনা, তা আমার জানা নেই৷ সুতরাং, ডয়চে ভেলের সামাজিক দায়বদ্ধতা অন্য যে কোনো বেতার কেন্দ্রের চেয়ে ঢের বেশি৷ ডয়চে ভেলের মতো সংবেদনশীল ওয়েবসাইট আরও জমাট, জমকালো, সর্বাঙ্গীন ও তথ্য সমৃদ্ধ হোক, দিনে দিনে বেড়ে উঠুক পাঠক-পাঠিকার সংখ্যা, এই কামনা রইলো৷ শুভেচ্ছান্তে, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

প্রিয় ডয়চে ভেলে, অফুরন্ত ভালোবাসা রইল৷ সাপ্তাহিক টিভি প্রোগ্রাম ‘অন্বেষণ' টেলিভিশনের পর্দায় মিস করলেও ডিডাব্লিউ-র ওয়েবসাইটের মাধ্যমে কষ্ট করে দেখতে হতো৷ কারণ বাংলাদেশের ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর৷ আবার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখার সুযোগও ছিল না৷ কিন্তু সম্প্রতি, মেঘ না চাইতে বৃষ্টির মতো হঠাৎই নজর গেলো ইউটিউবে অন্বেষণ৷ এখন খুব সহজে ইউটিউব থেকে ডাউনলোড করে অন্বেষণের বিভিন্ন প্রতিবেদনগুলো দেখতে পাচ্ছি৷ ডিডাব্লিউ-র বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে অজানা খবরাখবর এবং তথ্যমূলক অনুষ্ঠান ‘অন্বেষণ' আর মিস হবে না৷ অনেক অনেক ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

‘অন্বেষণ' কুইজ চালু করার পর অনেক নতুন নতুন ফেসবুক বন্ধু পাচ্ছি৷ আমাদের বন্ধুর সংখ্যাও বাড়ছে৷ আশাকরছি খুব শীঘ্রই ডিডাব্লিউ-র বন্ধুর সংখ্যা ১ লক্ষ হবে৷ এস এম আনোয়ার কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে লিখেছেন এ কথাগুলি৷

- ধন্যবাদ দু'জনকেই৷ অন্য বন্ধুরাও লিখবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন