1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহ নিয়ে উইকিলিক্সে তথ্য ফাঁস

২৮ মার্চ ২০১১

বিএনপি নেতা আব্দুল আলীম গ্রেপ্তার, বিডিআর বিদ্রোহ নিয়ে উইকিলিক্সে তথ্য ফাঁস ও বাংলাদেশের উপর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু - এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10imT
ছবি: DW

বিএনপি নেতা গ্রেপ্তার

প্রায় সব পত্রিকায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে খবরটি৷ যুগান্তর বলছে গত তিনদিন ধরেই নাকি আলীমের গ্রেপ্তারের বিষয়টি জয়পুরহাটে ‘টক অব দ্য ডিস্ট্রিক্ট' ছিল৷ কারণ এ মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের একটি তদন্ত দল আলীমের ব্যাপারে খোঁজখবর নিতে জয়পুরহাট গিয়েছিল৷ এদিকে সব পত্রিকা আলীমকে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও সমকালের শিরোনামে তাঁকে রাজাকার বলে সম্বোধন করা হয়৷ এছাড়া আলীমকে গ্রেপ্তারের ছবিও ছেপেছে পত্রিকাটি৷ যুদ্ধের সময় আলীমের ভূমিকার বিষয়ে ট্রাইবুনালের কৌঁসুলির দেয়া বক্তব্য রয়েছে সব পত্রিকায়৷ জানা গেছে, আলীম ছিলেন জয়পুরহাট জেলার শান্তি কমিটির চেয়ারম্যান৷ কালের কণ্ঠ সাবেক এই বিএনপি নেতার পুরো পরিচয় তুলে ধরেছে৷ জিয়ার শাসনামলে তিনি রেল, যোগাযোগ ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷

উইকিলিক্সে বিডিআর বিদ্রোহ

বিডিআর বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করেছিল ভারত৷ দেশটির আশঙ্কা ছিল, বিদ্রোহের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী ‘ঘোলা পানিতে মাছ শিকার' করতে পারে৷ এছাড়া সেনাবাহিনীর সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করেছিল ভারত৷ উইকিলিক্সে ফাঁস হওয়া তথ্য থেকে এসবই জানা গেছে৷ ভারতের ‘দ্য হিন্দু' পত্রিকায় গতকাল রবিবার এ সংক্রান্ত খবর বের হয়৷ এরপর বাংলাদেশের প্রায় সব পত্রিকা সেখান থেকে খবর পরিবেশন করে৷ ‘দ্য হিন্দু'র খবরে বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নতুন দিল্লির মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টিভেন হোয়াইটকে ভারতের পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন বৈঠকে ডেকে বিডিআর বিদ্রোহ নিয়ে আলোচনা করেন৷ পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে দিল্লির মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি বার্তা পাঠানো হয়৷ যেটা পরে উইকিলিক্সে ফাঁস হয়৷

ভারতের পণ্য পরিবহন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ সংক্রান্ত খবরটি আছে৷ প্রতিবেদনে বলা হচ্ছে, ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কলকাতা থেকে যন্ত্রপাতি নৌপথে এসেছে আশুগঞ্জে৷ সেখান থেকে গত মধ্যরাতে সড়কপথে কিছু যন্ত্রপাতি আখাউড়া হয়ে ভারতে যাবার কথা এবং এতক্ষণে সেগুলো আখাউড়ায় পৌঁছে যাবার কথা৷ গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এ বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই