1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিতর্কিত মন্তব্য করে প্রতিবাদের মুখে বিজেপি নেতা

স্যমন্তক ঘোষ নতুন দিল্লি
২৫ ডিসেম্বর ২০১৯

ফের সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর জেরে নিন্দায় মুখর দেশের বিরোধীরা। দাবি উঠলো রূপানির পদত্যাগেরও।

https://p.dw.com/p/3VJR7
ছবি: DW/A. Ansari

মুসলিমরা চাইলে বিশ্বের ১৫০টি দেশে গিয়ে থাকতে পারেন। হিন্দুদের জন্য ভারত ছাড়া আর কোনও জায়গা নেই। ফের বিতর্কিত মন্তব্য বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। মঙ্গলবার এক জনসভায় বিজয় এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে।

Indien Neu Delhi | Studenten protestieren mit Postern und Bannern gegen neue Gesetzgebung
ছবি: DW/A. Ansari

সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রবল বিক্ষোভ চলছে। তারই মধ্যে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। সিএএ এবং এনআরসি-র পক্ষে প্রচারের জন্য জনসভার আয়োজন করছে। দুদিন আগেই কলকাতায় বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন দলের কার্যনির্বাহী সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার গুজরাত জুড়ে ৩৩টি সভার আয়োজন করেছিল বিজেপি। তারই একটিতে বক্তৃতা করার সময় বিজয় বলেন, ''মুসলিমদের যাওয়ার জন্য ১৫০টি রাষ্ট্র আছে। কিন্তু হিন্দুদের জায়গা শুধুই ভারত। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের নির্যাতিত হিন্দুদের আমরা জায়গা দেব বলেছি। তা নিয়ে প্রতিবাদের কী আছে?'' কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে বিজয়ের মন্তব্য, কংগ্রেস এই আইনের বিরোধিতা করে মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অভিমতকেও অস্বীকার করছে। বিজয়ের দাবি, গান্ধী এবং মনমোহন দুজনেই চেয়েছিলেন প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুরা ভারতে জায়গা পান।

বক্তব্যের স্বপক্ষে যুক্তি সাজাতে গিয়ে বিজয় বলেন, এক সময় পাকিস্তানে হিন্দুর সংখ্যা ছিল ২২ শতাংশ। তা কমতে কমতে এখন ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। এর থেকেই প্রমাণ হয় ওই সমস্ত দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন।

বিরোধীদের বক্তব্য, বিজেপি যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে, বিজয়ের বক্তব্যেই তা স্পষ্ট। বিজয় জানেনই না পার্শ্ববর্তী দেশগুলিতে কত সংখ্যক হিন্দু বাস করেন। ভারতের বাইরে বহু দেশে যে হিন্দুরা বসবাস করেন, সে খবর তাঁর কাছে নেই। আসলে তথ্যের প্রতি বিজেপির কোনও দায়বদ্ধতা নেই। তাঁরা কেবলমাত্র বিভেদের রাজনীতিই বোঝেন।

(''ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিবেকানন্দ অ্যামেরিকায় ধর্ম সম্মেলনে গিয়ে ভারতের সর্বধর্ম সংস্কৃতির কথা বলেছিলেন। আমরা সেই আদর্শে চলি। এটা বিবেকানন্দের ভারত, বিজেপির নয়।'')

লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরীর মন্তব্য, ''একজন মুখ্যমন্ত্রী হয়ে এমন মন্তব্য উনি করতে পারেন না। ওঁর এই মুহূর্তে পদতযাগ করা উচিত। ভারত হিন্দু রাষ্ট্র নয়, সকলের রাষ্ট্র। বিজেপি সেই কথাটা ভুলে গিয়েছে।''

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো