1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় নায়করাজ

২১ আগস্ট ২০১৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই৷ রাজ্জাকের বয়স হয়েছিল ৭৭ বছর৷ সোমবার বিকেলে হার্ট অ্যাটাক করার পর তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে সব ধরনের চেষ্টা করেও চিকিৎসকরা ব্যর্থ হন৷

https://p.dw.com/p/2iZLe
Abdur Razzak - Schauspieler und Filmregisseur
তাঁর বয়স হয়েছিল ৭৭ বছরছবি: bdnews24.com

আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেছিলেন ১৯৪২ সালের ২৩ জানুয়ারি, অবিভক্ত বাংলায়, কলকাতার টালিগঞ্জে৷ স্কুলে পূজার অনুষ্ঠানে মঞ্চনাটক করতে গিয়ে আকৃষ্ট হন অভিনয়ের প্রতি৷

১৯৬১ সালে অভিনয়ে ক্যারিয়ার গড়তে রাজ্জাক চলে যান মুম্বাইয়ে৷ কিন্তু সেখানে ব্যর্থ হয়ে ফেরত আসেন টালিগঞ্জে৷ সেখানেও সফল না হয়ে ১৯৬৪ সালে পাড়ি জমান বাংলাদেশে (তৎকালীন পূর্ব-পাকিস্তান)৷

কাজ শুরু করেন আব্দুল জব্বার খানের সহকারি পরিচালক হিসেবে৷  এর মধ্যেই 'তেরো নাম্বার ফেকু ওস্তাগর লেন' চলচ্চিত্রে ছোট ভূমিকায় অভিনয় করেন তিনি৷ ‘ডাকবাবু’, উর্দু ছবি ‘আখেরি স্টেশন’সহ কয়েকটি চলচ্চিত্রেও ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন তিনি৷

Screenshot  Youtube Abdur Razzak
অভিনয় করেছেন পাঁচশতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রেছবি: Youtube

এসব চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও, ক্যারিয়ারে আসছিল না গতি৷ কিন্তু বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে নায়কের ভূমিকায় সুযোগ পান রাজ্জাক৷ চলচ্চিত্রে তাঁর ভূমিকা ছিল লখিন্দরের৷ বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা৷

দর্শকেরা লুফে নেয় নতুন এই জুটি৷ সুপারডুপার হিট এই ছবির পর আর কেউ আটকে রাখতে পারেনি রাজ্জাককে৷

এরপর বাংলা চলচ্চিত্রের এই সুদর্শন অভিনেতা জুটি গড়েছেন ববিতা, শাবানাসহ সে সময়কার প্রায় সব জনপ্রিয় অভিনেত্রীর সাথে৷ তবে দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল রাজ্জাক-কবরী জুটি৷

বাংলার মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘নায়করাজ’ নামে৷ ষাটের দশকে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পরই দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নেন এই শক্তিশালী অভিনেতা৷

সাদা-কালো থেকে রঙিন, ছোট পর্দা থেকে বড় পর্দা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সাথে রাজত্ব করেছেন এই রাজা৷

বৈচিত্র্যময় ক্যারিয়ারে অভিনয় করেছেন পাঁচ শতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রে৷ রাজ্জাকের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’, ‘নীল আকাশের নীচে’, ‘আনোয়ারা’, ‘সুয়োরাণী-দুয়োরাণী’, ‘দুই ভাই’, ‘মনের মতো বউ’,  ‘ময়নামতি’, ‘ক খ গ ঘ ঙ’, ‘বেঈমান’৷

বাংলাদেশের স্বাধীনতার পর ‘রংবাজ’ দিয়ে বাংলাদেশে অ্যাকশনধর্মী চলচ্চিত্রের সূচনাও ঘটান রাজ্জাক৷ নিজে পরিচালনা করেছেন ‘বদনাম’, ‘সৎ ভাই’, ‘চাপা ডাঙ্গার বউ’সহ ১৬টি চলচ্চিত্র৷

রাজ্জাক স্ত্রী লক্ষ্মী (খায়রুন নেসা), তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই মেয়ে শম্পা ও ময়নাকে রেখে গেছেন৷ তার ছেলেরাও চলচ্চিত্রে অভিনয় করেন৷

এডিকে/এপিবি

রাজ্জাক অভিনীত কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান