1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি পর্যটকের চোখে ঢাকার ভিডিও ভাইরাল

৫ ডিসেম্বর ২০১৭

এ বছরের মাঝামাঝি বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন যুক্তবাজ্যের তরুণ পর্যটক জর্ডান সিমন্স৷ দু'দিনের ভ্রমণে তিনি ঘুরে বেড়ান নতুন ঢাকা থেকে পুরনো ঢাকার বিভিন্ন অলিগলিতে৷ সে ভ্রমণকেই তিনি তুলে ধরেন একটি ভিডিওচিত্রের মাধ্যমে৷

https://p.dw.com/p/2okZY
বুড়িগঙ্গা
ছবি: DW/M. Mamun

জর্ডানের করা ঢাকা শহরকে নিয়ে সেই ভিডিওটি ভাইরাল হয়েছ ইউটিউব-এ৷ ভ্রমণের নেশায় বুদ এই তরুণ ৯-৫টা চাকরির জীবন ছুঁড়ে ফেলে বেড়িয়ে পড়েন পৃথিবী ভ্রমণে৷ পৃথিবীর পথে পথে ঘুরে তিনি মানুষের সামনে তুলে ধরেন তাঁর ভ্রমণ অভিজ্ঞতা৷ কম খরচে ঘুরে বেড়ানোর উপায়ও তুলে ধরেন তিনি৷ ২০১৪ সালে চাকরি ছাড়ার পর এ পর্যন্ত তিনি চার মহাদেশের ৫০টির মতো দেশে ভ্রমণ করেছেন৷ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তাঁর দেখা সেসব দেশের ভিডিও চিত্র৷

দু'দিনের ভ্রমণে ঢাকা শহরের দৈনন্দিন চিত্র তুলে ধরার পাশাপাশি ভ্রমণ করেছেন রিকশা-অটো রিকশায়৷ উপভোগ করেছেন ঢাকার ‘স্ট্রিট ফুড' আর যানজট৷ পুরনো ঢাকার আহসান মঞ্জিলসহ ঘুরে বেড়িয়েছেন বুড়িগঙ্গায়৷ প্রায় ৪০ ঘণ্টায় ঢাকা শহরে ঘুরে তিনি ১৬ মিনিটের একটি ভিডিও চিত্র নির্মাণ করেছেন৷ ভিডিওটির শেষে তিনি স্বীকার করেছেন স্বল্প সময়ে তাঁর সেই ভ্রমণে ঢাকার তেমন কিছুই দেখা হয়নি৷

‘ফ্লাইং ইনটু ঢাকা – ফার্স্ট ইম্প্রেশন্স অফ বাংলাদেশ' শীর্ষক জর্ডান সিমন্সের সেই ১৬ মিনিটের ভিডিওটি তিনি আপলোড করেছেন নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য লাইফ অফ জর্ড'-এ৷ জুলাই মাসের শেষে আপলোড করা সেই ভিডিওটি তাঁর চ্যানেল থেকে এখন পর্যন্ত দেখা হয়েছে ৫ লাখ ৭৫ হাজারেরও বেশিবার৷ আর তাঁর এ ভিডিওতে মন্তব্য রয়েছে প্রায় ৩ হাজার সাত‘শটিরও বেশি৷

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান