1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি বংশোদ্ভূত শিশুদের জন্য পালক পরিবার

৯ জুলাই ২০১০

জার্মানিতে শিশুদের পারিবারিক নির্যাতন বা অযত্নের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসে শিশুরক্ষা কেন্দ্রগুলি৷ বছরে প্রায় ৩২ হাজার শিশুকে উদ্ধার করে তারা৷ এর মধ্যে প্রতি পাঁচ জনে এক জন বিদেশি বংশোদ্ভূত৷

https://p.dw.com/p/OEax
ausländischen Kindern
বিদেশী বংশোদ্ভূত শিশুরা পড়ালেখা করছে স্কুলেছবি: dpa

সাধারণত জার্মান পরিবারগুলিই এই সব অসহায় শিশুদের লালন পালনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে থাকে৷ এক্ষেত্রে যাতে অভিবাসী পরিবারগুলিও এগিয়ে আসে, সেবিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এখন৷

তুর্কি বংশোদ্ভূত হোসেইন শাহিনবাশ এবং তাঁর জার্মান স্ত্রী ডিয়ানা পালক বাবা মা৷ ১২ বছরের আইলিন ও তার ১১ বছরের ভাই ৫ বছর ধরে বসবাস করছে তাঁদের সঙ্গে৷ পালক সন্তানের ব্যাপারে তাঁদের আগ্রহের কথা জানতে চাইলে ডিয়ানা শাহিনবাশ জানান : ‘‘আমার কথা বলতে পারি যে, আমি নিজেও একজন পালিত সন্তান৷ আমার পালক মা না থাকলে আমার যে কী দশা হত কে জানে ? আমার নিজের এই অভিজ্ঞতাটা অন্যদেরও দিতে চাই আমি৷''

নিজেদের দুই সন্তান থাকা সত্ত্বেও তারা আরো দুই বাচ্চার লালন পালনের ভার নিয়েছেন৷ এ প্রসঙ্গে হোসেইন শাহিনবাশ বলেন : ‘‘কোনো কোনো ক্ষেত্রে পালক বাচ্চাদের প্রতিক্রিয়াটা বুঝতে পারা রীতিমত এক চ্যালেঞ্জ৷ তারা যেটাকে অনেক সময় স্বাভাবিক বলে মনে করে, তা যে আসলে স্বাভাবিক নয়, তা তাদের বোঝানো বেশ কঠিন৷''

Kinder in Deutschland
জার্মানিতে বাচ্চাদের গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধছবি: picture-alliance/dpa

জার্মানিতে পালক সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে৷ মা বাবার বয়স ৬৫-এর বেশি হতে পারবেনা, নিয়মিত উপার্জন থাকতে হবে তাদের, বাসায় পর্যাপ্ত জায়গা থাকতে হবে ইত্যাদি৷ পালক সন্তানের জন্য তাঁরা শিশুরক্ষা কেন্দ্রগুলির কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন৷ সাত বছরের কম বয়সি বাচ্চাদের জন্য মাসে ৬৭০ ইউরো, এর চেয়ে বেশি বয়সি সর্বোচ্চ ১৮ বছর বয়সি ছেলেমেয়েদের জন্য ৮২০ ইউরো পর্যন্ত দেয়া হয়ে থাকে৷ এই নিয়মটা অবশ্য এক এক রাজ্যে এক এক রকম৷ জার্মানিতে এখন ৫৪ হাজারের মত শিশু ও কিশোর পালক পরিবারে বসবাস করছে৷ এর মধ্যে ১০ হাজার বিদেশি বংশোদ্ভূত৷

অন্যদিকে, অভিবাসী পালক পরিবারের সংখ্যা খুব কম৷ কেননা অভিবাসী পরিবারগুলি অপরিচিত ছেলেমেয়েদের লালনপালনের ভার নিতে খুব একটা আগ্রহী নন৷ নের্মিন ইউমার্টাচি কোলন শহরের একজন সমাজকর্মী৷ ২০ বছর ধরে বিদেশি বংশোদ্ভূত পরিবারগুলিকে দেখাশোনা করছেন তিনি৷ তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারেন যে, মুসলিম পরিবারগুলি পালক বাচ্চা নিতে সাহস করেননা৷ কেননা পদ্ধতিটাই তাদের জানা নেই৷ এছাড়া কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্কে আলোচনা করতেও দ্বিধা রয়েছে তাদের৷ এ প্রসঙ্গে ইউমার্টাচি বলেন : ‘‘পালক মা বাবা হিসাবে দায়িত্ব নেয়ার সুযোগ তাদেরও যে রয়েছে, তা তারা জানেনই না৷ আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়, ব্যাপারটা কী পুলিশকে জানানো হয় ? বিদেশি সংক্রান্ত আইনের দিক দিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না তো ? পালক বাচ্চা স্কুলে কোনো অসুবিধায় পড়বেনা তো ? ইত্যাদি৷''

Kinderliederkongress
বিদেশী বংশোদ্ভূত শিশুরাও রাখতে পারে সমান অবদানছবি: picture-alliance/dpa

তাই সমস্যাগ্রস্ত অভিবাসী পরিবারগুলি থেকে যে সব বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, তাদের অধিকাংশেরই গতি হয় শেষ পর্যন্ত শিশু আশ্রমে৷ পালক পরিবারের সুযোগ থেকে বঞ্চিত হয় তারা৷ শিশুরক্ষা কেন্দ্রগুলি কিন্তু বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না৷ একমাত্র ব্যতিক্রম হাম শহরের দপ্তরটি৷ কয়েক বছর ধরে পালক পরিবার হিসাবে অভিবাসী পরিবারকেও খুঁজছে তারা, যাতে বিদেশি বংশোদ্ভূত বাচ্চাদের লালনপালনের ভার তাদের ওপর দেয়া যায়৷ হাম শহরের দত্তক ও শিশুরক্ষা কার্যালয়ের এরিক ম্যুলার এ প্রসঙ্গে বলেন : ‘‘প্রথমত, এই সব বাচ্চা আচার আচরণের দিক দিয়ে কিছুটা পরিচিত পরিবেশে বড় হতে পারবে, এটা একটা ভাল বিষয়৷ দ্বিতীয়ত, যে সব সমস্যাগ্রস্ত অভিবাসী পরিবারের কাছ থেকে বাচ্চাদের উদ্ধার করা হয়, তারাও এতে কিছুটা স্বস্তি বোধ করেন৷ বলেন, আমার সন্তানরা আমার কাছে থাকতে পারছেনা এটাই যথেষ্ট কষ্টকর৷ কিন্তু তাদের যদি পরিচিত কোনো পরিবারে বা সাংস্কৃতিক পরিবেশে পাঠানো হয়, তাহলে অন্তত একটা সান্ত্বনা পাওয়া যায়৷''

এছাড়া অন্যান্য বিষয়েও অভিবাসী পরিবারগুলিকে চোখ খুলতে হবে৷ পারিবারিক সংকটে তারা সঠিক সময়ে পরামর্শ কেন্দ্রগুলির কাছে যায়না৷ সমস্যা চরমে উঠলেই কেবল তাদের টনক নড়ে৷

অভিবাসী পরিবারে শিশুরক্ষা বিষয়টি নিয়ে তেমন গবেষণাও হয়নি জার্মানিতে৷ এ প্রসঙ্গে ডর্টমুন্ড শহরের শিক্ষাবিদ আহমেত টপ্রাক বলেন : ‘‘জার্মানিতে এই বিষয়টির প্রতি অবহেলা করা হয়েছে৷ আমরা শিশু রক্ষার ক্ষেত্রে লক্ষ্য করিনা, তারা কোথা থেকে এসেছে৷ সে কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়৷ বাচ্চাদের নিরাপত্তা নিয়ে আশংকা থাকলে তাদের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কী ভাবে কথা বলা যায় তাও মাথায় রাখতে হবে৷''

‘অভিবাসী পরিবারে শিশুরক্ষা' এই শিরোনামে একটি সমীক্ষার দায়িত্বে রয়েছেন টোপ্রাক৷ অভিবাসী পরিবারের বাচ্চাদের অবস্থা নিয়ে বছর দুয়েক ধরে চলছে সমীক্ষাটি৷ এই সব পরিবারের বাচ্চাদের বিশেষ কী ধরনের বিপদ আপদ হতে পারে, মা বাবারা কেমন সাহায্য সহযোগিতা পেতে পারেন, তাই নিয়ে গবেষণা করা হচ্ছে সমীক্ষায়৷ ২০১১ সালের শেষ নাগাদ ফলাফল জানা যাবে৷ সমীক্ষাটির লক্ষ্য হল : অভিবাসী পরিবারের মা বাবার সঙ্গে মিলে মিশে বাচ্চাদের অধিকার রক্ষায় তৎপর হওয়া৷ টোপ্রাক বলেন : ‘‘এটা একটা নতুন ধরনের উদ্যোগ৷ অভিবাসী পরিবারের বাচ্চাদের দেখভালের দিকে লক্ষ্য রাখতে হলে তাদের সংস্কৃতির দিকটাও মাথায় রাখতে হবে৷ তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ ফলাফলের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে৷''

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: দেবারতি গুহ