1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি মরীচিকার টানে

গৌতম হোড় নতুন দিল্লি
৫ ফেব্রুয়ারি ২০২১

ভারত থেকে বৈধপথে ইউরোপ, অ্যামেরিকায় যাওয়া মানুষের সংখ্যা কম নয়৷ কিন্তু বেআইনি পথেও যাচ্ছেন হাজারো মানুষ৷ চরম কষ্টের মধ্যে পড়ছেন তারা৷

https://p.dw.com/p/3ovTY
আইফেল টাওয়ার
আইফেল টাওয়ারের কাছে রাস্তায় দাঁড়িয়ে স্মারক বিক্রি করেন কাগজপত্রহীন অনেক ভারতীয়ছবি: DW/E. Topona

সুষমা স্বরাজের কথা শুনে আমার বেশ কয়েক বছর আগে প্যারিসে দেখা দৃশ্যের কথা মনে পড়ছিল৷ নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম এনডিএ সরকারের আমলে সুষমা তখন ভারতের বিদেশমন্ত্রী৷ ভারত থেকে, আরো নির্দিষ্ট করে বললে পাঞ্জাব থেকে বেআইনিভাবে বিদেশে, বিশেষ করে ইউরোপ ও অ্যামেরিকায় যাওয়ার একের পর এক ঘটনা নিয়ে তখন সুষমা বিচলিত৷ সেই কথাই বলছিলেন তিনি৷ সুষমা এখন প্রয়াত৷ কিন্তু ভারত থেকে, বিশেষ করে পাঞ্জাব থেকে দালাল ধরে বেআইনিভাবে বিদেশে যাওয়ার প্রবণতা বিন্দুমাত্র কমেনি৷

সুষমার অভিজ্ঞতার কথা পরে বলা যাবে৷ আগে প্যারিসের ঘটনার কথা বলি৷ আইফেল টাওয়ারের একটু দূরের রাস্তায় হাঁটছি৷ রাস্তায় দাঁড়িয়ে ফ্রান্সের কিছু স্মারক বিক্রি করছেন বেশ কয়েকজন যুবক৷ আইফেল টাওয়ারের মিনি সংস্করণ থেকে শুরু করে নানা ধরনের ফ্রিজ ম্যাগনেট ও অন্য জিনিস৷ চেহারা দেখে বোঝা যাচ্ছে, উপমহাদেশের মানুষ৷ তার হাতের জিনিসগুলির দিকে তাকিয়ে আছি দেখে বিক্রেতার প্রশ্ন, ইন্ডিয়ান? হ্যাঁ, বলতেই হিন্দিতে বললেন, কী নেবেন বলুন৷ দাম কম করে দেবো৷ দেশের লোক বলে কথা! জিজ্ঞাসা করলাম, বাড়ি কোথায়? জবাব এলো, হরিয়ানা৷ প্রশ্ন, বৈধ কাগজপত্র আছে? জবাব, পাগল নাকি! তাহলে? মাঝে মধ্যেই পুলিশ তাড়া করে৷ পালাই৷ ধরা পড়ে গেলে, আদালতে চুপ করে বসে থাকি৷ দেশ কোথায় জানতে চাইলেও জবাব দিই না৷ এখানকার পুলিশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার লোকের মধ্যে ফারাক করতে পারে না৷ ফলে এখানে আমি দেশহীন৷ তারপর এদিক ওদিক তাকিয়েই ছুট লাগালেন তিনি৷ বুঝলাম, পুলিশ দেখতে পেয়েছেন৷ এভাবেই থাকবেন তিনি৷ বিদেশি মরীচিকা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে৷

২০০৯ সালে ইউএনওডিসি-র হিসাব ছিল, প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষ শুধু পাঞ্জাব থেকে বেআইনিভাবে বিদেশ যান৷ তাদের সব চেয়ে পছন্দের জায়গা যুক্তরাজ্য, অ্যামেরিকা এবং ক্যানাডা৷ আর ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের পর রয়েছে ইটালি ও জার্মানি৷

সুষমার কথায় ফিরি৷ প্রয়াত ও সাবেক বিদেশমন্ত্রী সুষমা এই বেআইনি বিদেশযাত্রা বন্ধ করা নিয়ে বহু ভাবনাচিন্তা করেছিলেন৷ তিনি তখন বলেছিলেন, বিদেশে যাওয়ার ব্যবস্থা করার জন্য নথিভুক্ত সংস্থা আছে৷ এই দালালরা একটি সংস্থা খোলে, তারপর বেআইনি পথে একটি গ্রুপকে পাচার করে দিয়েই তা বন্ধ করে দেয়৷ তারপর নতুন সংস্থা খোলে৷ এভাবে বিদেশ পাচার করতে ২৫ থেকে ৩৫ লাখ টাকা নেয় দালালরা৷ কখনো তারও বেশি৷ জমি-জমা, ঘটি-বাটি বন্ধক রেখে বা বিক্রি করে সেই অর্থ জোগাড় করে আগ্রহীরা৷ তারপর দীর্ঘ সমস্যা সঙ্কুল বিপজ্জনক যাত্রা৷ শেষ পর্যন্ত বিদেশে পৌঁছতে পারবেন কিনা, তা জানা নেই৷ হয়ত সর্বস্বান্ত হবেন, জেলে যাবেন, নৌকাডুবি হয়ে মারাও যেতে পারেন৷ তা সত্ত্বেও বিদেশের মায়াকাজল যাদের চোখে লেগে যায়, সে এই সব বাধাকে উপেক্ষা করে৷ পাগলের মতো বিদেশ যেতে চায় বেআইনিপথে৷ আর তারপর বিপদে পড়লে তখন পরিবার এসে ধরে মন্ত্রীকে৷

অথচ, সোজা পথেই তো যাওয়া যায়৷ যাচ্ছেনও হাজার হাজার মানুষ৷ কেউ লেখাপড়ার জন্য, কেউ চাকরি করতে৷ দিল্লির একটি এডুকেশন কনসালটেন্ট কোম্পানির হিসাব, এই বছর তাদের কাছে হাজারের বেশি ছাত্রছাত্রী এসেছে, বিদেশে পড়তে যাওয়ার জন্য৷ করোনার মধ্যে বিদেশে পড়তে যাওয়ার হিড়িক বিন্দুমাত্র কমেনি৷ ওই সংস্থায় যারা আসেন, তাদের প্রায় সকলেই সুযোগ পেয়েছেন বা পেয়ে যাবেন৷ এটাই তাঁদের রেকর্ড৷ দিল্লিতে এই ধরনের প্রচুর কনসালটেন্ট কোম্পানি আছে৷ ফলে হাজার হাজার ছাত্রছাত্রী বিদেশমুখি৷ সেখানে পড়ার পরেই বা পড়তে পড়তেই চাকরির হাতছানি৷ ওই কোম্পানির তথ্য বলছে, পড়তে যাওয়ার ক্ষেত্রে অ্যামেরিকা ও যুক্তরাজ্যের চাহিদা সবচেয়ে বেশি৷ ক্যানাডা ও অস্ট্রেলিয়াতেও ভারতীয় ছাত্র-ছাত্রীরা পড়তে যান৷ তবে অ্যামেরিকা, যুক্তরাজ্যের তুলনায় কম৷ বিদেশি ডিগ্রি, চাকরির সুযোগের লোভ তো আছেই, সেই সঙ্গে আছে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ৷ আর বিদেশে যে শুধুই খুব মেধাবী ছাত্র-ছাত্রীরা যায় এমন নয়, সব মেধার ছাত্রছাত্রীই যায়৷ সকলে তো আর হার্ভার্ড বা অক্সফোর্ড বা ক্যামব্রিজে পড়বে না৷ মাঝারি বা সাধারণ মানের কলেজও আছে৷ সেগুলিও আমাদের দেশের কলেজের তুলনায় ভালো বলে তাদের দাবি৷ পড়তে যাওয়ার জন্য এডুকেশন লোনও আছে৷ তাই ক্রমশ খুবই জনপ্রিয় হচ্ছে বিদেশে পড়তে যাওয়া৷

গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লি
গৌতম হোড়, ডয়চে ভেলে, নতুন দিল্লিছবি: privat

আমার এক বন্ধুই তার দুই মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়েছে পড়তে৷ একজন ক্যানাডায়, অন্যজন যুক্তরাাজ্যে৷ এডুকেশন লোন নিয়ে পড়তে গেছে তারা৷ চাকরি নিয়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়৷ ১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত এই দশ বছরে ভারত থেকে শুধু অ্যামেরিকা ও যুক্তরাজ্যে গেছেন এক লাখ ৩১ হাজার মানুষ৷ ইউরোপের অন্য দেশ মেলালে সংখ্যাটা অনেকটাই বেশি৷ কেরল সহ দক্ষিণের রাজ্যগুলি থেকে আবার মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রবণতা খুব বেশি৷ তাই বেআইনিপথে যত মানুষ বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বৈধভাবে যাওয়া মানুষের সংখ্যা তার থেকে খুব একটা কম নয়৷

তা হলে বেআইনিপথে যাওয়ার চেষ্টা করেন কেন এত মানুষ? কারণ, বেআইনিভাবে তারাই যান, যারা পেশাদার নন, পড়তে যাওয়ার মতো মেধার অধিকারী নন৷ তাদের হাতে কিছুটা পয়সা আছে৷ আর খেটে খেতে পরেন৷ বিদেশের মায়াকাজল তাদের পাগল করে দেয়৷ তাদের মনে হয়, বিদেশে একবার পৌঁছতে পারলেই হলো৷ তারপর আর পিছনে তাকাতে হবে না৷ ভবিষ্যতের চিন্তা করতে হবে না৷ এক অলৌকিক স্বপ্নের পিছনে দৌড়ান তারা৷ বোধবুদ্ধি চলে যায়৷ বুঝতে পারেন না, বেআইনি পথে বিদেশ যাওয়ার থেকে স্বভূমিতে থেকে যাওয়া অনেক মর্যাদার, অনেক বেশি শ্রেয় এবং উচিত কাজ৷ বিদেশের মরীচিকা একবার হাতছানি দিলে খুবই মুশকিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য