1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিবিসি-র পাঁচটি অনুষ্ঠান বন্ধ হচ্ছে, চাকরি যাবে ৬৫০ কর্মীর

২৬ জানুয়ারি ২০১১

অর্থাভাবের কোপ এবার বিবিসি-র ওয়ার্ল্ড সার্ভিসে৷ এক আধটা নয়, সাড়ে ছশো কর্মী চাকরি হারাবেন এক কোপে৷ বন্ধ হয়ে যাবে পাঁচটি বেতার অনুষ্ঠান৷ সরকারের ঘরে অর্থাভাব, তাই এই সিদ্ধান্ত৷

https://p.dw.com/p/104rK
বিবিসি-র লোগো

ব্রিটেনের ডেভিড ক্যামেরনের সরকারকে নিশ্চয়ই সাধুবাদ দেবেন না আলবেনিয়া, ম্যাসিডোনিয়া, সার্বিয়া কিংবা পর্তুগালের মানুষ৷ ক্যারিবিয় দ্বীপপুঞ্জও তাতে সামিল৷ কারণ, সরকারের ঘরে টাকার সংস্থান নেই অতএব বহুদিন ধরে চলে আসা বিবিসি-র এইসব অনুষ্ঠানকে এক কোপে কেটে ফেলার সিদ্ধান্ত ঘোষিত হল৷ সেইসঙ্গে চাকরি হারাবেন ৬৫০ জন কর্মী৷

আলবেনিয়া, ম্যাসিডোনিয়া, সার্বিয়া৷ পূর্ব ইউরোপের এই তিনটি দেশের অনুষ্ঠান বন্ধ করে এবং পর্তুগাল আর ক্যারিবিয় দ্বীপপুঞ্জে জন্য এতদিন প্রচারিত ইংরেজি অনুষ্ঠান বাতিল করে একটু আধটু নয়, মোট ৪৬ মিলিয়ন পাউন্ড বছরে বাঁচাবে বিবিসি৷ সেই অর্থ সরকারের হাতে থাকবে৷ কিন্তু, এভাবে তো কোন সমাধান হতে পারেনা৷ অতএব বিবিসি-র নিজস্ব সিদ্ধান্ত, তাদের খরচ বাঁচাতে হবে৷ সে খরচ যেভাবেই বাঁচানো যাক, তাতেই লাভ৷

David Cameron
ডেভিড ক্যামেরনছবি: AP

লাভ হলেও ইউনিয়ন তাতে স্বভাবতই নাখোশ৷ একসঙ্গে ৬৫০ জনের চাকরি নট হওয়ার এই সিদ্ধান্তকে ‘ভয়াবহ' বলে আখ্যা দিয়েছে ইউনিয়ন৷ তবে এখনই এই ৬৫০ জনের চাকরি চলে যাচ্ছে না৷ আগামী দুই বছর ধরে চলবে এই প্রকল্প, যার নাম আসলে ঝাঁপ বন্ধের সূত্রপাত৷ বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে তিন ভাগের দুইভাগ কর্মী চাকরি খোয়াবেন এই বিভাগগুলিতে৷ বাকিদের পালা আসবে তার পরের বছরে৷

কিন্তু এখানেই সব থেমে যাচ্ছে না৷ বিবিসি-র মোট ৩২ টি ভাষার বেতার পরিষেবার মধ্যে আরও কয়েকটির ওপরেও কোপ পড়তে চলেছে অদূর ভবিষ্যতে৷ জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি সূত্র৷ ওই সূত্রের বক্তব্য, সরকারের কাছ থেকে যে সহায়তা বিবিসি পাচ্ছিল, তার ১৬ শতাংশ অর্থ কম মিলবে এখন৷ সুতরাং সবদিক থেকে ব্যয়সংকোচ না করলে চালানো অসম্ভব বিবিসি-র পক্ষেও৷

সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের প্রথম গুণ৷ কিন্তু সাংবাদিকদের জীবিত থাকার মত অর্থের সংস্থান দেখা যাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা৷ বিশেষ করে সরকারের হাত থেকে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ