1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানে যোগ হচ্ছে ১০টি নতুন এয়ারক্রাফট

১৪ মে ২০১০

নতুন ১০টি বোয়িং-৭৭৭ যোগ হতে যাচ্ছে বাংলাদেশ বিমানের বহরে৷ প্রথম কিস্তিতে আগামী বছরের মধ্যে আসার কথা দু'টি এয়ারবাস৷ আর বাকিগুলো পর্যায়ক্রমে ২০১৯ সালের মধ্যে বিমান বহরে যুক্ত হচ্ছে৷

https://p.dw.com/p/NNdX
ঘুরে দাঁড়াচ্ছে বিমানছবি: picture alliance/dpa

এরই মধ্যে বেসরকারী ব্যাংকের সঙ্গে ৮শ' কোটি টাকার ঋণ সহায়তা চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৷

স্বাধীনতার পর ১৯৭২ সালে বিমানের যাত্রা শুরু হলেও এখনো প্রতিষ্ঠানটি খাড়া হয়ে দাঁড়াতে পারেনি৷ প্রতিষ্ঠানটি লোকসানের ঘানি টানছে দীর্ঘদিন ধরে৷ তবে বর্তমান মহাজোট সরকার বিমানকে নিয়ে আশাবাদী৷ বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম জানান, পুরানো এয়ারক্রাফট-এর কারণে বিমান জনপ্রিয়তা হারাচ্ছে৷ ঠিক রাখা যাচ্ছেনা ফ্লাইট শেডিউল৷ বহরে নতুন বিমান যুক্ত হলে এই বিপর্যয় এড়ানো সম্ভব হবে৷ তিনি জানান, বিমানের লাভজনক রুটগুলোতে আবার এয়ারক্রাফট দেয়া হবে৷ ইতিমধ্যেই দিল্লি এবং ব্যাংকক রুটে আবার বিমান চলাচল শুরু হয়েছে৷ তবে টোকিওর মত অলাভজনক রুট নতুন করে চালুর সম্ভাবনা কম৷

GM Quader, bangalischer Tourismusminister
বিমানমন্ত্রী জিএম কাদেরছবি: DW

বিমানমন্ত্রী জিএম কাদের দাবী করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিমান লোকসান করেনি৷ আর ব্যবসা চালাতে হলে অবশ্যই নতুন বিনিয়োগ করতে হবে৷ তারা বিমানকে ব্যবসা সফল এবং যাত্রী বান্ধব করার চেষ্টা করছেন৷ বিমানের যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি নেতিবাচক ইমেজ দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিমানের কর্তাব্যক্তিরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন