1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের ধর-পাকড়ের অভিযোগ, মন্ত্রীসহ ৫ জনকে হত্যার হুমকি

২৮ নভেম্বর ২০১০

হরতালের আগে বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধর পাকড়ের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব৷ অন্যদিকে, জঙ্গি সংগঠনের নামে আইন প্রতিমন্ত্রী এবং এটর্নি জেনরেলসহ ৫ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/QKSm
বিএনপি, মিছিল, পুলিশ, বাধা, হরতাল, ধর্মঘট, বাংলাদেশ, ঢাকা, সরকার, বিরোধী, কর্মসূচি, Dhaka, Bangladesh, Protests, BNP, Demonstration
বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুলিশের বাধাছবি: AP

রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খন্দকার দেলায়ার হোসেন অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার কথা বলে আসলেও এখন সরকারের আসল চেহারা বেরিয়ে আসছে৷ ৩০শে নভেম্বেরের হরতালের আগে তারা বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধর-পাকড় শুরু করেছে৷ গত ৩ দিন ধরে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজা হচ্ছে৷

তিনি দাবি করেন, অবৈধভাবে খালেদা জিয়াকে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পরও সরকার বসে নেই৷ তারা এখন খালেদা জিয়ার গুলশানের বাড়ির দিকেও নজর দিয়েছে৷

হরতালের সমর্থনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে রোববার বিএনপির নেতারা জনসংযোগ করছেন৷ রাজধানীর বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা হরতালের সমর্থনে লিফলেট বিতরণ করেন৷

অন্যদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিএনপি ইস্যুবিহীন হরতাল ডেকেছে৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে৷

এদিকে, ডাকযোগে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ ৫ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ অপর তিনজন হলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক গোলাম রসুল, আইনজীবী আনিসুল হক ও বিশেষ আদালতের সাবেক বিচারক একে রায়৷ আলকায়েদা, লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মোহাম্মদ, হুজি এবং জেএমবির নামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘কমান্ড ওয়ান: স্যুট এন্ড কিল দেম এনি হ্যোয়ার'৷ পুলিশ এই চিঠির সূত্র ধরে তদন্ত শুরু করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান