1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের জেলের ভয় দেখাচ্ছেন এর্দোয়ান

১৮ জানুয়ারি ২০২১

২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচনে পছন্দের প্রার্থী হারায় বিরোধীদের ভয় দেখাচ্ছেন এর্দোয়ান, এমন অভিযোগ উঠছে৷

https://p.dw.com/p/3o4NI
Türkei | Satellitenstart | Türksat 5A
ছবি: Murat Kula/AA/picture alliance

২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র পদে প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের দলের প্রার্থী হেরে গিয়েছিলেন৷ জিতেছিলেন রিপাবলিকান পিপলস পার্টির একরেম ইমামঅলু৷ তবে মূল ভূমিকায় ছিলেন সিএইচপির আঞ্চলিক প্রধান জানান কাফতানজঅলু৷

৪৮ বছর বয়সি কাফতানজঅলু একজন চিকিৎসক৷ ২০১৮ সালে তিনি সিএইচপি দলের ইস্তাম্বুলের প্রধানের দায়িত্ব পান৷ জনপ্রিয়তার রেটিং বিচারে তুরস্কের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয়৷

ইস্তাম্বুলের মতো গুরুত্বপূর্ণ শহরের মেয়র পদে দলের প্রার্থীর হার এখন পর্যন্ত এর্দোয়ানের সবচেয়ে বড় নির্বাচনি হার৷ আর কাফতানজঅলুর জন্য সেটা সবচেয়ে বড় নির্বাচনি জয়৷

মেয়র নির্বাচনের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে কাফতানজঅলুকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ তাকে মানহানি, জনগণের মধ্যে ঘৃণা ও সহিংসতা উসকে দেয়া, ‘সন্ত্রাসী প্রোপাগাণ্ডা' ছড়িয়ে দেয়া এবং প্রেসিডেন্টও তুর্কি রাষ্ট্রকে অপমান করার মামলায় অভিযুক্ত করা হয়েছে৷

কাফতানজঅলুর সমর্থকরা বলছেন, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে করা কাফতানজঅলুর বিভিন্ন টুইটকে মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে৷ সিএইচপির নেতারা বলছেন, ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে হারের প্রতিশোধ নিতে কাফতানজঅলুকে শাস্তি দেয়া হয়েছে৷ কাফতানজঅলু সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করেছেন৷ আপলি প্রক্রিয়া চলায় এখন তাকে গ্রেপ্তার করা যাবে না৷

এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশন্স ডাইরেক্টর ফারেতিন আলতুনের বাড়ির ছবি তোলায় সিএইচপির আরেক রাজনীতিক সুয়াত ওজাগদাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আনাতোলিয়ার পাবলিক প্রোসিকিউটরের কার্যালয়৷ ‘ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের' দায়ে দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছরের জেল হতে পারে৷ সরকারি জমিতে অননুমোদিত নির্মাণকাজের তালিকা তৈরির অংশ হিসেবে এই ছবি তুলেছিলেন ওজাগদাস৷ তার প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন কাফতানজঅলু৷ তিনি লিখেছেন, ‘‘ওজাগদাস শুধু তার দায়িত্ব পালন করছিলেন৷ তিনি দলের নির্দেশ পালন করছিলেন, কারণ, ঐ স্থাপনাটি অবৈধ ছিল৷ তিনি আবারও এই কাজ করবেন৷ যাদের লুকানোর কিছু আছে তারা আতঙ্ক তৈরি করছেন৷''

এই টুইটে ক্ষিপ্ত হয়ে আনাতোলিয়ার পাবলিক প্রোসিকিউটরের কার্যালয় কাফতানজঅলুর বিরুদ্ধে ‘অপরাধ করতে প্ররোচনা দেয়া' ও ‘অপরাধকে মহিমান্বিত' করার অভিযোগ আনা হয়েছে৷ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাড়ে ১০ বছরের জেল হতে পারে৷

বিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার রীতি এর্দোয়ানেরসরকারের জন্য নতুন নয়৷ এর আগে ‘তথাকথিত প্রেসিডেন্ট' বলায় সিএইচপি নেতা কেমাল কিলিচদারলুর বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ' আনার অভিযোগে এক কোটি ১১ লাখ টাকার মামলা করেছিলেন এর্দোয়ান৷

পালটা ব্যবস্থা

কাফতানজঅলুও বসে নেই৷ তাকে ‘সন্ত্রাসী' বলায় সম্প্রতি এর্দোয়ান ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কাফতানজঅলু৷ ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয়ে নতুন রেক্টর নিয়োগের বিরুদ্ধে চলা প্রতিবাদে সমর্থন জানিয়েছিলেন নিয়োগ দেয়া কাফতানজঅলু৷ সেজন্য তাকে সন্ত্রাসী বলেছিলেন এর্দোয়ান৷ কাফতানজঅলু একে ‘হাস্যকর অভিযোগ' বলে এর্দোয়ানকে প্রমাণ দেয়ার দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, এর্দোয়ান হয়ত এখনো ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে হার মেনে নিতে পারেননি৷

ডানিয়েল বেলুত/জেডএইচ