1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের সংসদে ফিরে আসতে আহ্বান জানালেন হাসিনা

৩০ জুন ২০১০

সংসদে ফিরে আসুন, একসঙ্গে কাজ করব৷ বিরোধীদের বললেন শেখ হাসিনা৷ জামায়াত নেতাদের অবিলম্বে মুক্তি চায় বিএনপি৷ আর ছাত্রলীগের আনন্দ মিছিল৷

https://p.dw.com/p/O6Ti
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

হরতাল ভাঙচুরের রাজনীতি বাদ দিয়ে সংসদে ফিরে আসতে বিরোধীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দৈনিক ইত্তেফাক তাদের বুধবারের সংস্করণে এই সংবাদটি দিয়ে জানাচ্ছে, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের সমাপনী ভাষণে বিরোধীদের সংসদে ফিরে এবং ঐক্যবদ্ধ ভাবে বাজেট বাস্তবায়নের কথা বলেছেন৷ বিএনপি-র ডাকা হরতালের তীব্র সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, এই নৈরাজ্য কোন ভালো কিছুর জন্ম দিতে পারে না৷ হরতালের সময় দুজন নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটারে, সরকারি প্রকৌশলীর মাথা ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে৷ বিরোধীদের সংসদে ফিরে আসার জন্য আর্জি জানাতে গিয়ে এসবও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী হাসিনা৷

জামায়াত নেতাদের অবিলম্বে মুক্তি চাই বলছে বিএনপি

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বিএনপি৷ বিএনপি-র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার রাতে জামায়াত নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ''মিথ্যা মামলায় জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের নেতাদের গ্রেপ্তার করে সরকার দেশে বিরোধীদের বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায়৷'' দেলোয়ার হোসেনের এই মন্তব্য বেশ কয়েকটি সংবাদপত্রে দেখা যাচ্ছে৷ অবিলম্বে জামায়াত নেতাদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দেলওয়ার বলেছেন, বলেন, ''তা না হলে এই অপকীর্তির জন্য ভবিষ্যতের পরিণতি থেকে রেহাই মিলবে না৷''

জামায়াতের দপ্তরে অতিরিক্ত পুলিশি প্রহরা, আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ে

বিডিনিউজটোয়েন্টিফোর জানাচ্ছে, জামায়াতে ইসলামির আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামীর ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অবস্থান আরও জোরদার হয়েছে৷ গতকাল বিকেলে রমনা থানা পুলিশের একটি দল জামায়াতের দপ্তরের সামনে অবস্থান নেয়৷ পুরানা পল্টনে অবস্থিত দলটির মহানগর কার্যালয়ের সামনেও রয়েছে পুলিশ৷ এদিকে, জামায়াতের নেতারা গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ৷ কয়েকটি সংবাদপত্র জানাচ্ছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক সহ অন্যান্য বেশ কিছু নেতা মিছিলে অংশ নিয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায়৷ মিছিলটি টিএসসির সোপার্জিত স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা দিয়ে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে শেষ হয়৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সাগর সরওয়ার