বিশিষ্ট শিল্পীদের | পাঠক ভাবনা | DW | 14.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশিষ্ট শিল্পীদের

শুভেচ্ছা রইল৷ আশা করি সবাই ভাল আছেন৷ নতুন আঙ্গিকের শ্রোতানন্দিত অনুষ্ঠানমালায় সুরের ভুবন একটি আকর্ষণীয় ফিচার৷ এতে বিশ্বের ...

লতা মোঙ্গেশকর

লতা মোঙ্গেশকর

সেরা ও বরণীয় সঙ্গীত ব্যক্তিত্বকে তুলে ধরা হচ্ছে যা সত্যি প্রসংশনীয়৷ তবে এবিষয়ে আমাদের প্রস্তাব হলো, সপ্তাহের অন্তত দুটি দিন রুটিনমাফিক বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীদের সংক্ষিপ্ত সঙ্গীত জীবন ও তাঁদের কণ্ঠে উল্লেখযোগ্য গানসহ পরিবেশনা রাখুন এবং সেইসাথে প্রাত্যহিক গান পরিবেশনার ক্ষেত্রেও প্রতি শুক্র, শনি ও রবি এই তিনটি দিন বাংলা গান এবং বাকী চারদিন জার্মান, ইংলিশসহ অন্যান্য ভাষার গান উপহার দেবেন৷ আশাকরি আমার প্রস্তাব বিবেচনা করবেন৷ সবশেষে সবার শুভ কামনায় – আব্দুল কুদ্দুস মাস্টার, মিজানুর রহমান, মমতাজ বেগম, তাহমিনা পারভীন, মমিনুল ইসলাম সিজান ও অন্যান্যরা৷ শাপলা শর্টওয়েভ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম৷

১২ মে রাতের অধিবেশনে বিশ্ব সংবাদ, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাথে কয়েকটি দেশে ফুল নিয়ে গানের পরিবেশনা ‘সুরের ভুবন’ এবং সবশেষে জার্মানিতে 'পরিবেশ বান্ধব গাড়ি' সম্পর্কে তথ্য শুনলাম, জানলাম৷ সব মিলিয়ে বেশ ভালই লাগলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি-১১০০০১, ভারত৷

১২ তারিখের রাতের অধিবেশনে ন্যাটোর ভূমিকায় পবিবর্তন আসছে এ শিরোনামে ঢাকার রিপোর্ট, আশা ভোসলের কণ্ঠে ‘‘ আমার রাত কাটেনা আমার দিন কাটেনা........”

ভারতের অর্ধেক দূষণের কারণ হাসপাতালের ক্লিনিকের জৈব বর্জ্য নিয়ে রিপোর্টটিও ভাল লেগেছে৷ সুরের ভুবনে নজরুল সংগীত, ও নো এনজেলস এর সেন্ডি ফ্লাওয়ার গানটি ভাল লেগেছে৷ খেলাধুলার খবরে এ ক্রিকেট খেলার সংবাদসহ দাবা বিশ্ব চ্যাম্পিয়ান বিশ্বনাথ আনন্দ এর বিজয়ের খবর ৷

পশ্চিমের জানালায় জার্মানির পরিবেশ বান্ধব গাড়ি আবিষ্কার এবং ২০২০ সালের মধ্যে সারা জার্মানিতে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের সরকারের বাধ্যকতা চালু হবে এ সত্যিই প্রশংসনীয় খবর৷ আমি মনে করি জার্মানির ন্যায় অন্যান্য দেশের সরকারের উচিত যে গাড়িতে কার্বন ডাই অক্সাইড নির্গমন হবেনা অর্থাৎ পরিবেশ বান্ধব গাড়ি চলাচলের ব্যবস্থা করা৷ গত ৯ তারিখ সকালের অধিবেশনে খবর, বাংলা গান, ক্যাম্পাস পর্বে মিউনিখ বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদনে জানলাম পৃথিবীর ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিউনিখ এর অবস্থান ৫৫ তম৷ যা আমাদের অজানা ছিল৷ ধন্যবাদ সবাইকে ৷ মো : গোলাম রসুল,ঝিনাইদহ,

বাংলাদেশ৷

বাংলা অনুষ্ঠান শুনতে শুনতে ক্লান্তি আসে যখন মাত্র একদিনের ব্যবধানে একই পরিবেশনা দ্বিতীয়বার শুনতে হয়৷ তপতী সরকার, হটুদেওয়ান, বর্ধমান, ভারত৷

মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে তথ্যবহুল আলোচনা ভালো লাগলো৷ বর্তমানে ফিচার পর্বগুলো খুবই ছোট হচ্ছে, আরো একটু বিস্তারিত হলে ভালো হয়৷ হোসেন আবেদ আলী, রংপুর, বাংলাদেশ৷

মোনালিসা পর্বে নিরুপমার করুণ কাহিনী ডয়চে ভেলে থেকে ভালো লাগলো৷ তবে এরকম ঘটনা এশিয়ার মধ্যেই বেশি৷ সুলোচনা বিশ্বাস, প্রান্তিকা মণ্ডল, গোয়ালবাথান, খুলনা, বাংলাদেশ৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও