বিশুদ্ধ পানির ফিল্টার | পাঠক ভাবনা | DW | 22.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশুদ্ধ পানির ফিল্টার

চায়ের ছাঁকনি থেকে পানীয় জলের ফিল্টার আবিষ্কার বিষয়ে যে প্রতিবেদনটি শুনলাম সেটা ভীষণ আকর্ষণীয় মনে হলো৷ দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অগণিত মানুষের নানা ধরনের রোগব্যাধি থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷

চয়ের ছাঁকনির আদলে তৈরি অ্যাক্টিভিটেড কার্বনের ফিল্টার –এর ওপর বায়োসাইড এর প্রলেপ শুধু জীবাণু আটকানো নয়, জীবাণুদের ধ্বংস করবে এবং এর ব্যয় কম বলে বিশ্ববাসী ভীষণভাবে উপকৃত হবে৷ বিশ্বনাথ মন্ডল, চকহরহরিয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷

আমি আপনাদের নিয়মিত শ্রোতা, অনুষ্ঠান খুব ভালো লাগে বিশেষকরে আপনাদের উপস্থপনা আমরা কয়েকজন মিলে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি তবে যদি খেলার খবর আরো বেশি করে দিতেন তাহলে আরো ভালো হতো৷ আশাকরি আমার প্রস্তাবটা একটু ভেবে দেখবেন৷ এম কামরুজ্জামান, নয়াপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, নিয়মিত শুনি৷ কিন্তু কোনদিন মেইল করিনি৷ জানিনা উত্তর পাবো কিনা৷ মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ৷

শনিবার সকালের সবুজ পৃথিবী পরিবেশনাটি বেশ চমকপ্রদ লাগলো৷ কারণ অবাক হবারই বিষয়৷ বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিতে এ ধরণের বিশুদ্ধ পানির ফিল্টার আবিষ্কার ভবিষ্যতে দুর্যোগ এলাকায় ডায়রিয়া ও কলেরা পীড়িত মানুষের এক বিশেষ মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখেনা৷ মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতাসংঘ, ফুলবাড়ি, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

ঈদ কেমন কাটালেন ? নিশ্চয় ভালো ! আমরাও দারুণ আনন্দ করেছি , আনন্দের দিনে আনন্দ না করলে হয় ! ১৭-ই নভেম্বর এই ঈদে আমাদের ক্লাবের পক্ষ থেকে এলাকার ২৫ জন দুঃস্থ বৃদ্ধা কে বস্ত্র দান করা হয়েছে৷ সেইসাথে আমাদের শ্রোতা সংঘের পরিচালনায় আমরা একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন৷ সকাল ১২টা থেকে বেলা সাড়ে৬টা সম্পূর্ণ বিনা পয়সায় স্থানীয় মানুষদের স্বাস্থ্য চিকিত্সা করা হয় এবং ওষুধ দেওয়া হয়৷আপনাদের অনুষ্ঠান শুনে খুব আনন্দ পাচ্ছি, অনেক অজানা বিষয় জানতে পারছি ফলে উপকৃত তো হচ্ছিই আর আপনাদের ছবি সহ ঝকঝকে তথ্য সমৃদ্ধ ওয়েব সাইটের তো তুলনাই হয় না, এককথায় অনবদ্য৷ প্রতিটি অংশ আমরা দারুণ এনজয় করি৷ ভালো থাকবেন , আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা সহ - মহ:হাফিজুর রহমান ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

চিলির খনি শ্রমিকদের নিয়ে উৎকন্ঠা কাটতে না কাটতেই শুরু হলো নতুন উৎকন্ঠা নিউজিল্যান্ডের খনি শ্রমিকদের নিয়ে৷খনি শ্রমিকদের জন্য চাই বাড়তি সুরক্ষা৷ সুনীল গাঙ্গুলীর মতো করে বলি-একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে এসে একজন কালো রঙের মানুষ বলবে, ‘আমি তোমাদের জন্য আগুন এনেছি, তোমরা আমাকে ভুলে গেলে ! ডা.সিদ্ধার্থ ও চৈতালী সরার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ঈদের ছুটিতে পাঁচদিন গ্রামে অবস্থান করে আবার ঢাকায় ফিরে এসেছি৷ গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে মিডিয়াম ওয়েভে ডয়চে ভেলের অনুষ্ঠান ভালো শুনতে পারিনি৷ ক্লাবের অন্য সদস্যদেরও একই অবস্থা৷ কেউ কেউ শুধু ওয়েবসাইট দেখে তৃপ্ত হচ্ছে৷ সকল সদস্যদের দাবি, মিডিয়াম ওয়েভের শ্রবণমান উন্নত করা হোক৷ আজ ঢাকায় পাঁচদিন পর এফএম ব্যান্ডে অনুষ্ঠান শুনে আবার পুরো স্বাদ উপভোগ করলাম৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অব জার্মান লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷