1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষজ্ঞদের মতামত ২৩ সেপ্টেম্বর

১৯ সেপ্টেম্বর ২০১০

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির ৪র্থ বৈঠক হয়েছে রোববার৷ সংসদ ভবনে রুদ্ধদ্বার এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কমিটি আগামী ২৩ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের মতামত নেবে৷

https://p.dw.com/p/PG88
বাংলাদেশের জাতীয় সংসদ (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান, কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেন, দেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সবার মতামত নেয়া সম্ভব হবেনা৷ এর আগে তত্ত্বাবধায়ক সরকারের করা অধ্যাদেশ বাতিল ও গ্রহণ করতে যেসব আইনজ্ঞের মতামত নেয়া হয়েছে, এবারও তাদের মতামতকে প্রাধান্য দেয়া হবে৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা এখন আইন৷ এই আইন মানতে সবাই বাধ্য৷ হাইকোর্টের নির্দেশ কিভাবে সংবিধানে সংযোজন এবং বাস্তবায়ন করা যায় সংসদীয় কমিটি তা নিয়ে কাজ করছে৷ এক্ষেত্রে সবার মতামত নেয়ার কারণ যাতে বিষয়টি সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়৷ কারণ দেশটি সবার৷

সুপ্রিমকোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধনে সাধারণ মানুষের মতামতও নেবে সংসদীয় কমিটি৷ এক্ষেত্রে লিখিত বক্তব্য, টেলিফোন মন্তব্য এবং ওয়েবসাইটের সহায়তা নেয়া হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম