1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের আগে কোন দলের কি ফর্ম, বলা শক্ত

২৬ মে ২০১০

সোমবার আর মঙ্গলবার ছিল নানা ধরণের ফ্রেন্ডলি৷ তা’তে কোনো দলই যে বিশেষ চোখ ধাঁধিয়ে দিতে পেরেছে, এমন নয়৷ অথচ বিশ্বকাপ এসে পড়ল৷

https://p.dw.com/p/NX2P
বিশ্বকাপের জন্য প্রায় প্রস্তুত দক্ষিণ আফ্রিকাছবি: picture alliance / dpa

মঙ্গলবার প্যারাগুয়ে আয়ারল্যান্ডের কাছে ২-১ গোলে হারল৷ অথচ আয়ারল্যান্ড বিশ্বকাপে যাচ্ছে না৷ অবশ্য কোয়ালিফাইং-এ থিয়েরি অঁরি মারাদোনার ‘‘ঈশ্বরের হাত'' কায়দায় হ্যান্ডবল করে গোল না করলে ফ্রান্স প্লে-অফে জিতে দক্ষিণ আফ্রিকার টিকিট কাটার সুযোগ পেতো না৷ ওদিকে, প্যারাগুয়ে কিন্তু দক্ষিণ আমেরিকার কোয়ালিফিকেশনে বহুকাল ধরে তালিকার শীর্ষে থাকার পর শেষমেষ তৃতীয় স্থানে শেষ করেছে৷

তবুও প্রথমার্ধে আয়ারল্যান্ডের কেভিন ডয়েল এবং লায়াম লরেন্সের গোল প্যারাগুয়ানদের বেশ ঘাবড়ে দেয়৷ দ্বিতীয়ার্ধে খেলা আবার প্যারাগুয়ের নিয়ন্ত্রণে আসে, এবং লুকাস ব্যারিওস'এর কল্যাণে তারা একটা গোল শোধও করে৷ কিন্তু ব্যাস, ঐ অবধি৷ - ব্যারিওসের জন্ম আবার আর্জোন্টিনায়৷ খেলে জার্মানির ডর্টমুন্ডে এবং বুন্ডেসলিগায় তার প্রথম সীজনেই ক্লাবের হয়ে ১৯টি গোল করেছে৷ তবুও মারাদোনা তাকে ডাক না দেওয়ায় মাত্র গত মাসে প্যারাগুয়ের নাগরিকত্ব নিয়েছে৷

মঙ্গলবারই অস্ট্রিয়ার আল্টাখে ফ্রেন্ডলি ছিল গ্রিসের সঙ্গে উত্তর কোরিয়ার৷ গ্রিসের কোচ আবার জার্মানির অটো রেহাগেল৷ গ্রিস যে শুধু ২-২ ড্র করেছে, শুধু তাই নয়, বরং কোরিয়ানদের সোজা দৌঁড়নো এবং ছুরির মতো পাসিং-এর কাছে গ্রিকদের খেলা নেহাৎ বুড়োটে এবং সাদামাটা মনে হয়েছে৷ তায় আবার উত্তর কোরিয়দের আছে এশীয় মিডিয়ায় যা'কে ‘জনতার ওয়েন রুনি' বলে ডাকা হচ্ছে: উত্তর কোরিয়ার এই ফরোয়ার্ডটির নাম জং তাই-সে৷ মঙ্গলবার গ্রিসের বিরুদ্ধে দুটি গোলই করেছে সে৷ - ও হ্যাঁ, নাইজিরিয়া ঐ অস্ট্রিয়াতেই মঙ্গলবার সৌদি আরবের সাথে ভুলে ভরা, আবোলতাবোল একটি ম্যাচ খেলে কোনোক্রমে গোললেস ড্র নিয়ে পার পেয়েছে৷

Ein brasilianischer Junge spielt Fußball
খুদে খেলোযাড়দের অপেক্ষা বিশ্বকাপের খেলার জন্যছবি: picture-alliance / dpa/dpaweb

সোমবার ইংল্যান্ড ওয়েম্বলি'র ফ্রেন্ডলিতে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় বটে, কিন্তু তার দামও দিতে হয়েছে৷ কেননা ওয়েন রুনি খেলার শেষের দিকে ঘাড়ে চোট পায় এবং সব বদলি শেষ হয়ে যাওয়ায় তাকে বার করে নেওয়া যায়নি৷ রুনির অবশ্য তা'তে কোনো আপত্তি নেই৷ এমনকি সে সপ্তাহান্তে জাপানের বিরুদ্ধে ফ্রেন্ডলি'তেও মাঠে নামতে রাজি৷ কোথায়? না ঐ অস্ট্রিয়ায়!

ওদিকে সোমবার জাপান টোকিওতেই দক্ষিণ কোরিয়ার কাছে হারে ২-০ গোলে৷ কারণ হিসেবে জাপানের প্রাক্তন কোচ ফিলপ ট্রুসিয়ার বলেছেন: জাপানকে আগে স্পেন কি ব্রাজিলের মতো খেলার স্বপ্নটা ছাড়তে হবে, ঐ ‘‘নির্বোধ মানসিকতা''-টা ছাড়তে হবে৷

আর আর্জেন্টিনার যে কি দরকার অথবা দরকার নেই, তা ফুটবলের দেবতাই জানেন৷ নয়তো লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েও সোমবার আর্জেন্টিনা ক্যানাডাকে হারায় অবলীলাক্রমে ৫-০ গোলে৷ অবশ্য মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড় হুয়ান সেবাস্তিয়ান ভেরন নিজেই সাবধান করে দিয়েছে: গ্রুপ ‘বি'-র প্রতিযোগী নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া কি গ্রিসকে হারানো অতোটা সহজ হবে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার