1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য প্রস্তুত জার্মান দল

২ জুন ২০১০

কোচ ইওয়াখিম ল্যোভ অবশেষে জার্মান জাতীয় দলের চূড়ান্ত রূপরেখা স্থির করেছেন৷ জার্মানির প্রথম বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ই জুন ডার্বান'এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷

https://p.dw.com/p/NfF9
কোচ ল্যোভ ও গোলকিপিং কোচ আন্দ্রেয়াস ক্যোপকে দল নিয়ে প্রস্তুতছবি: picture alliance/dpa

মিশায়েল বালাক সহ একের পর এক পছন্দের খেলোয়াড় আহত হতে থাকায় চূড়ান্ত তালিকা স্থির করতে বেশ হিমশিম খাচ্ছিলেন ল্যোভ৷ ফিফা'র স্থির করা মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সন্ধ্যায় ল্যোভ ২৩ জন খেলোয়াড়ের তালিকা পেশ করেন৷ তিনি এখন দলের সঙ্গে ইটালির দক্ষিণ টিরোল এলাকায় রয়েছেন৷ বুধবার তিনি গোটা দল নিয়ে ফ্রাঙ্কফুর্টে পৌঁছবেন৷

Fußball Andreas Beck Deutschland WM
আপাতত দল থেকে বাদ পড়লেন আন্দ্রেয়াস বেকছবি: picture-alliance / Annegret Hilse

দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আন্দ্রেয়াস বেক৷ তবে তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ প্রতিরক্ষা বলয়ে কোনো খেলোয়াড় বাদ পড়লে বেক'কেই সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন ল্যোভ৷ মিশায়েল বালাক'এর ১৩ নম্বর জার্সি গায়ে দেবেন টোমাস ম্যুলার৷

এদিকে দলের প্রধান গোলরক্ষক মানুয়েল নয়ার'কে নিয়ে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ তিনি আপাতত গ্যাস্ট্রিক ফ্লু'তে ভুগছেন৷ তবে বৃহস্পতিবার বসনিয়া হ্যার্তসোগোভিনার বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে৷ তাঁর প্রতিদ্বন্দ্বী টিম ভিসে প্রধান গোলরক্ষক হতে না পেরে কিছুটা মুষড়ে পড়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই