1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল

১০ মে ২০১০

দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিল ঠিক কেমন করবে ? শুধু ব্রাজিল নয়, গোটা বিশ্বই অপেক্ষা করে রয়েছে কোচ ডুঙ্গা’র টিমের খেলোয়াড়দের জাদু দেখার জন্য৷

https://p.dw.com/p/NKZO
প্রতিপক্ষের রক্ষণাত্মক দুর্গ ভেঙে এগিয়ে যেতে হলে প্রয়োজন রোনাল্ডিনিও'র মতো খেলোয়াড়ছবি: AP

মঙ্গলবার ৩০ সদস্যের এক স্কোয়াড'এর নাম ঘোষণা করলেই চলতো, কিন্তু কোচ ডুঙ্গা বিলম্ব না করে এদিনই ২৩ জনের চূড়ান্ত টিম'এর নাম ঘোষণা করতে চলেছেন৷ জাতীয় দলে প্রথম বারের মতো খেলতে পারেন নিমার ও পাউলো হেনরিকে গানসো৷ সান্তোস ক্লাবের এই দুই তরুণ খেলোয়াড় সম্প্রতি দারুণ খেলছেন৷ ডুঙ্গা'র দল এখনো পর্যন্ত পাল্টা হামলা চালাতে বেশ দক্ষতা দেখিয়ে এসেছে৷ কিন্তু প্রতিপক্ষের রক্ষণাত্মক দুর্গ ভেঙে এগিয়ে যেতে হলে প্রয়োজন রোনাল্ডিনিও'র মতো খেলোয়াড়৷

কিন্তু রোনাল্ডিনিও তৃতীয় বারের মতো বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা জানতে হলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ চলতি মরশুমে এসি মিলান ক্লাবের হয়ে দুর্দান্ত খেলার পরেও জাতীয় দলে স্থান পাওয়ার প্রশ্নে রোনাল্ডিনিও'কে ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে৷ গত বছরের এপ্রিলে পেরু'র বিরুদ্ধে এক কোয়ালিফাইয়িং ম্যাচের পর থেকে তিনি ব্রাজিলের হয়ে খেলেন নি৷ বেইজিং অলিম্পিকেও তিনি ভালো খেলা দেখাতে পারেন নি৷ ডুঙ্গা রোনাল্ডিনিও'কে আরও উন্নতি করতে বলেছিলেন৷ রোনাল্ডিনিও মনে করছেন, এখন তিনি প্রস্তুত৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক